আক্রান্ত অশোক দিন্দা! বিজেপি প্রার্থীর হামলার ঘটনায় রিপোর্ট তলব

আক্রান্ত অশোক দিন্দা! বিজেপি প্রার্থীর হামলার ঘটনায় রিপোর্ট তলব

8b4897c17ce9d86d32bbdf77659593c9

ময়না: প্রচারে বেরিয়ে আক্রান্ত হলেন ময়নার বিজেপি প্রার্থী অশোক দিন্দা। তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগ করেছেন তিনি নিজে। জানা গিয়েছে, প্রচার শেষ করে ফেরার সময় ময়না বাজারে হঠাৎ করে তাঁর গাড়ি ঘেরাও হয়। তখন ইট বৃষ্টি হতে শুরু করে। সেই সময় তার হাতে আঘাত লাগে এবং গাড়ির কাচ ভেঙে যায়। এই ঘটনায় ইতিমধ্যেই রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন।

বিজেপি প্রার্থী জানিয়েছেন, তৃণমূল কংগ্রেসের আশ্রিত গুন্ডারা এই ঘটনা ঘটিয়েছেন। বাড়ি ঘেরাও করে এটি ছোড়া হয় তাতে তারা হাতে আঘাত লাগে এবং তার ভাইয়ের হাত কেটে যায়। কোন রকমে পালিয়ে বেঁচেছেন বলে দাবি করেছেন অশোক দিন্দা। তিনি পরে জানিয়েছেন, খুব যন্ত্রণা হলেও শরীরের পিছন দিকে লেগেছে বলে আঘাত কতটা গুরুতর বুঝতে পারছেন না৷ একইসঙ্গে জানিয়েছেন, বিজেপি তৃণমূল কংগ্রেসের মতো সন্ত্রাসের পথ বেছে নেবে না। আগামী দিনে বাংলা তাদের হাতে থাকবে তা ঠিক করবেন সাধারণ মানুষ। যদিও এই ঘটনার কথা সম্পূর্ণ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস। বিজেপি যে অভিযোগ করছে সেই অভিযোগ নস্যাৎ করেছে তারা।

নির্বাচন শুরু হতেই একাধিক জায়গায় হামলার ঘটনা ঘটছে। কোথাও কোথাও বিজেপির ওপর আক্রমণের অভিযোগ উঠছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে, অন্যদিকে বিজেপির বিরুদ্ধে হামলার অভিযোগ তুলছে খোদ শাসক দল। নন্দীগ্রামে এই নিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিজেপি কর্মীরা অভিযোগ করতে থাকেন যে তৃণমূল কংগ্রেসের কর্মী এবং সমর্থকরা তাদের আক্রমণ করছেন এবং মহিলাদের অত্যাচার করা হয়েছে। সেই প্রেক্ষিতে তারা রাস্তায় টায়ার জ্বালিয়ে অবরোধ পর্যন্ত করেন। তাদের মূল অভিযোগ, মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী এজেন্ট শেখ সুফিয়ানের মধ্যে বেশ কয়েকজন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ তাদের ওপর আক্রমণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *