ফের বাতিল যোগীর সভা, বিপাকে বঙ্গ বিজেপি

হাজারিবাগ: গান্ধী ময়দানজুড়ে শুক্রবার লাখ খানেক মানুষ। অসামরিক বিমান পরিবহণ মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী জয়ন্ত সিনহার হয়ে প্রচারে আসছেন যোগী আদিত্যনাথ। যোগী যোগী গর্জন উঠছে। হেলিপ্যাড গ্রাউন্ডেও ভিড় জমিয়েছেন হাজার দু’য়েক লোক। হাজারিবাগ শহর তখন পুরো গেরুয়া। এমন মোক্ষম সময়ে ঘোষণা, শেষ মুহূর্তে আসতে পারছেন না যোগী আদিত্যনাথ। নিমেষে চুপসে গেল সমবেত উত্তেজনা। আর আয়োজকদের মাথায় হাত।

ফের বাতিল যোগীর সভা, বিপাকে বঙ্গ বিজেপি

হাজারিবাগ: গান্ধী ময়দানজুড়ে শুক্রবার লাখ খানেক মানুষ। অসামরিক বিমান পরিবহণ মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী জয়ন্ত সিনহার হয়ে প্রচারে আসছেন যোগী আদিত্যনাথ। যোগী যোগী গর্জন উঠছে। হেলিপ্যাড গ্রাউন্ডেও ভিড় জমিয়েছেন হাজার দু’য়েক লোক। হাজারিবাগ শহর তখন পুরো গেরুয়া। এমন মোক্ষম সময়ে ঘোষণা, শেষ মুহূর্তে আসতে পারছেন না যোগী আদিত্যনাথ। নিমেষে চুপসে গেল সমবেত উত্তেজনা। আর আয়োজকদের মাথায় হাত। এত আনন্দ আয়োজন, সবই বৃথা ‘তোমায়’ ছাড়া।

তবে যোগী কেন আসতে পারছেন না, তার নির্দিষ্ট কারণ বলতে পারলেন না কোনও নেতাই। বরং বিপরীতধর্মী ব্যাখ্যায় উপস্থিত জনতার মধ্যে বিভ্রান্তি বাড়ল। নিয়তির এই খেলা যে বেশ হাস্যকর, তা বুঝে স্বয়ং জয়ন্ত সিনহা বললেন, ‘আমি নিজে বিমানমন্ত্রী। কিন্তু তাই বলে বিমানে যান্ত্রিক গোলযোগ হতে পারে না? তাই যোগীজি বাধ্য হয়ে লখনউ ফিরে গিয়েছেন। বিকেল পাঁচটায় ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে ভাষণ দেবেন।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *