‘বিজেপি তুমি সব বিক্রি করতে পারো, আন্দোলনকে বিক্রি করতে পারো না’,  তোপ মমতার

‘বিজেপি তুমি সব বিক্রি করতে পারো, আন্দোলনকে বিক্রি করতে পারো না’,  তোপ মমতার

রাণীগঞ্জ: একুশের নির্বাচনকে পাখির চোখ মঙ্গলবার রাণীগঞ্জে সভা করেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়৷ এদিন মোদী সরকারের একাধিক নীতির বিরুদ্ধে সুর চড়ান তিনি৷ মোদী সরকারের বেসরকারীকরণ নীতির প্রতিবাদ করে বলেন, বিজেপি তুমি সব বিক্রি করতে পারো৷ আন্দোলনকে বিক্রি করতে পারো না৷ একইসঙ্গে বিজেপিকে তোপ দাগেন বিজেপি কর্মীর মৃত্যু নিয়েও৷ রাণীগঞ্জের মঞ্চ থেকে মমতার ফের হুঙ্কার বাংলাকে কোনওভাবেই গুজরাত হতে দেব না৷ মঞ্চ থেকে সর্বধর্ম সমন্বয়ের ডাকও দেন মমতা৷  একইসঙ্গে প্রতিশ্রুতি দেন কর্মসংস্থানেরও৷ 

এদিন রাণীগঞ্জের সভা থেকে সেই ইস্যুতেই বিজেপিকে তুলোধনা করলেন মমতা৷ যে গেরুয়াশিবির বিজেপি কর্মীর মৃত্যুর জন্য রাজ্যের শাসক দল ও রাজ্য পুলিশকে কাঠগড়ায় তুলেছিল৷ সেই বিজেপিকেই এবার পাল্টা দিলেন তৃণমূল সুপ্রিমো৷ বলেন, নির্বাচনের আগে কুত্সা রটাতে নিজেরাই নিজেদের কর্মীকে হত্যা করছেন৷ তিনি বলেন,  ‘বিজেপি নিজের মিছিলে নিজেই গুলি করে লোক মারে।’ একইসঙ্গে মমতার সাফ কথা ঝড়ের বেগে কুত্সা নয়, উন্নয়ন চাই৷ তাঁর কটাক্ষ, বিজেপি ঝড়ের বেগে কুত্সা রটায়৷ 

বিজেপি কর্মী উলেন রায়ের মৃত্যু প্রসঙ্গে বিজেপিকে পাল্টা দিয়ে মমতা বলেন, পুলিশ শটগান ব্যবহারই করেনা৷ অথচ ছরার দিয়ে একটা লোককে মেরে ফেলা হল৷ শুধুমাত্র প্রোপাগান্ডা করার জন্য মানুষ মারা হচ্ছে৷ বিজেপি’র মিথ্যে অপপ্রচার সম্পর্কে আগে যাচাই করে নেওয়ার জন্যও সংবাদমাধ্যমের কাছে আবেদন জানান তিনি৷ মুখ্যমন্ত্রী বলেন, বিজেপি’র অনেক টাকা আছে৷ অনেক মিডিয়ার উপর তারা প্রভাব খাটায়৷ কিন্তু টাকার প্যাকেট দিয়ে বাংলাকে কেনা যায় না৷ 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *