বাংলায় পদ্ম ফোটাতে এপ্রিলেই বিজেপির ব্রিগেড, ৩০০টি সভা করার টার্গেট

নয়াদিল্লি: আগামী এপ্রিল মাসে রাজ্যে ব্রিগেড সমাবেশের আয়োজন করবে বিজেপি৷ যেখানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ পাশাপাশি লোকসভা নির্বাচনের আগে বাংলায় অন্তত ৩০০টি ছোটবড় সভা করবে বিজেপি৷ বিজেপি সূত্রে খবর, কেন্দ্রীয় নেতৃত্বের কাছে যে অভ্যন্তরীণ দলীয় রিপোর্ট এসেছে, তা থেকে স্পষ্ট, আগামী লোকসভা নির্বাচনে দেশের সমস্ত অবিজেপি রাজ্যের মধ্যে গেরুয়া শিবিরের সবথেকে

বাংলায় পদ্ম ফোটাতে এপ্রিলেই বিজেপির ব্রিগেড, ৩০০টি সভা করার টার্গেট

নয়াদিল্লি: আগামী এপ্রিল মাসে রাজ্যে ব্রিগেড সমাবেশের আয়োজন করবে বিজেপি৷ যেখানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ পাশাপাশি লোকসভা নির্বাচনের আগে বাংলায় অন্তত ৩০০টি ছোটবড় সভা করবে বিজেপি৷

বিজেপি সূত্রে খবর, কেন্দ্রীয় নেতৃত্বের কাছে যে অভ্যন্তরীণ দলীয় রিপোর্ট এসেছে, তা থেকে স্পষ্ট, আগামী লোকসভা নির্বাচনে দেশের সমস্ত অবিজেপি রাজ্যের মধ্যে গেরুয়া শিবিরের সবথেকে ভালো ফল হবে বাংলাতেই৷ ফলে লোকসভা ভোটের নির্বাচনী প্রস্তুতিতে দলের বঙ্গ ব্রিগেডকে আরও মরিয়া হয়ে ঝাঁপানোর জন্য নির্দেশ দিচ্ছেন বিজেপির কেন্দ্রীয় নেতারা৷ আগামী ৮ ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গে বিজেপির কোনও ব্রিগেড সমাবেশ হচ্ছে না৷ তবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দু’বার রাজ্যে গিয়ে প্রকাশ্য সমাবেশ করবেন৷

বিজেপি সূত্রে জানা গিয়েছে, লোকসভা ভোটের ঠিক প্রাক্কালে আগামী এপ্রিল মাসেই নরেন্দ্র মোদির ব্রিগেড সমাবেশের আয়োজন করবে বিজেপি৷ সেইমতোই দলের রাজ্য শাখাকে প্রয়োজনীয় প্রস্তুতি নিতে বলা হয়েছে৷ এপ্রিল মাসের ঠিক কবে উল্লিখিত ব্রিগেড সমাবেশ হবে, সেই তারিখ পরে চূড়ান্ত করা হবে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four + 2 =