কলকাতা: বিজেপি হিন্দিভাষীদের পার্টি। বিহার-উত্তরপ্রদেশের মতো গো-বলয়ের গেরুয়াধারীরা বাংলার মানুষের মনে দাগ কাটতে পারবে না। পদ্ম শিবিরের প্রতি বহু বাঙালির এই বদ্ধমূল ধারণাকে আমূল বদলাতে এবার বাঙালি আবেগ উস্কে দিতে চায় বিজেপি। সেই সূত্রে স্বামী বিবেকানন্দ এবং নেতাজি সুভাষচন্দ্র বসুকে প্রধান হাতিয়ার করতে চলেছে রাজ্য বিজেপি। সূত্রের দাবি, খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং দলের সর্বভারতীয় সভাপতি অমিত শাহের অনুমতি সাপেক্ষে আগামীদিনে বিজেপি সমস্ত কর্মসূচিতে বিশ্ববরেণ্য এই দুই ব্যক্তিত্বের ছবি ব্যবহার করা হবে। সর্বভারতীয় ক্ষেত্রে এই মুহূর্তে বিজেপির যে কোনও রাজনৈতিক অনুষ্ঠান, সভায় শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় এবং দীনদয়াল উপাধ্যায়ের ছবি ব্যবহার করা হয়। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ভবিষ্যতে বিজেপির রাজনৈতিক কর্মসূচিতে স্বামীজি এবং নেতাজির ছবি ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ৭ ডিসেম্বর কোচবিহার থেকে বিজেপির রথযাত্রার সূচনা হতে চলেছে। লোকসভা ভোটের আগে গেরুয়া শিবিরের তরফে আয়োজিত গণতন্ত্র বাঁচাও যাত্রায় ওই দু’জনের ছবি ব্যবহার করা হতে পারে।
বাঙালি আবেগ জাগাতে স্বামীজি ও নেতাজির শরণে বিজেপি
কলকাতা: বিজেপি হিন্দিভাষীদের পার্টি। বিহার-উত্তরপ্রদেশের মতো গো-বলয়ের গেরুয়াধারীরা বাংলার মানুষের মনে দাগ কাটতে পারবে না। পদ্ম শিবিরের প্রতি বহু বাঙালির এই বদ্ধমূল ধারণাকে আমূল বদলাতে এবার বাঙালি আবেগ উস্কে দিতে চায় বিজেপি। সেই সূত্রে স্বামী বিবেকানন্দ এবং নেতাজি সুভাষচন্দ্র বসুকে প্রধান হাতিয়ার করতে চলেছে রাজ্য বিজেপি। সূত্রের দাবি, খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং দলের সর্বভারতীয়