প্রথম দফায় প্রার্থী ঘোষণা বিজেপির

নয়াদিল্লি: নির্বাচন ঘোষণার ১১ দিন পর অবশেষে প্রার্থী তালিকা প্রকাশ করল বিজেপি৷ টানা তিন দিনের বৈঠক শেষে বৃহস্পতিবার তিথি নক্ষত্র মেনে দোল পূর্ণিমায় প্রার্থী তালিকা ঘোষণা বিজেপির৷ আজ ১৮২ আসনে প্রার্থী ঘোষণা বিজেপির৷ Union Minister and BJP leader J P Nadda: 182 candidates will be declared today, PM Modi to contest from Varanasi, Amit Shah

প্রথম দফায় প্রার্থী ঘোষণা বিজেপির

নয়াদিল্লি: নির্বাচন ঘোষণার ১১ দিন পর অবশেষে প্রার্থী তালিকা প্রকাশ করল বিজেপি৷ টানা তিন দিনের বৈঠক শেষে বৃহস্পতিবার তিথি নক্ষত্র মেনে দোল পূর্ণিমায় প্রার্থী তালিকা ঘোষণা বিজেপির৷ আজ ১৮২ আসনে প্রার্থী ঘোষণা বিজেপির৷

এদিন শুরুতেই নরেন্দ্র মোদির নাম প্রার্থী হিসাবে ঘোষণা করা হয়৷ এবারও তিনি বারাণসী কেন্দ্র থেকে লড়াই করবেন৷ গান্ধীনগর থেকে লড়বেন অমিত শাহ৷ আমেঠিতে থেকে স্মৃতী ইরানি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

20 − twelve =