চার বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের প্রার্থী ঘোষণা করল BJP

চার বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের প্রার্থী ঘোষণা করল BJP

কলকাতা:  তিমধ্যেই চার বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনে প্রার্থী ঘোষণা করেছে তৃণমূল কংগ্রেস৷  এবার চার  কেন্দ্রে উপ নির্বাচনে প্রার্থী ঘোষণা করল বিজেপি। তবে এই চার কেন্দ্রে কোনও সেলিব্রিটি কাউকে প্রার্থী করা হয়নি৷ সাংগঠনিক দিক থেকে গুরুত্বপূর্ণ নেতাদেরই প্রার্থী করা হয়েছে বিজেপি’র তরফে৷  

আরও পড়ুন- শ্যামের মন্দিরে পুজো দিয়ে খড়দায় মনোনয়পত্র জমা দিলেন শোভনদেব

বিধানসভা নির্বাচন কিংবা উপনির্বাচনের ক্ষেত্রে প্রার্থী নিয়ে একটা বড়সড় দ্বন্দ্ব তৈরি হয়েছিল বিজেপি’র অন্দরে৷ সেক্ষেত্রে দেখা গিয়েছিল বিভিন্ন কেন্দ্রে পরাজয়ের সম্মুখীন হতে হয় বিজেপি শিবিরকে৷ ৩০ অক্টোবর উপনির্বাচন হবে খড়দা, গোসাবা, শান্তিপুর এবং দিনহাটায়৷ খড়দায় তৃণমূল প্রার্থী শোভনদেবের বিরুদ্ধে দাঁড়িয়েছেন জয় সাহা, শান্তিপুরে বিজেপি’র প্রার্থী নিরঞ্জন বিশ্বাস, গোসাবায় পদ্ম প্রার্থী  পলাশ রানা এবং দিনহাটায় মোনোনীত হয়েছেন অশোক মণ্ডল৷ 

এই  এই চারটি কেন্দ্রে প্রার্থী ঘোষণা করেছে তৃণমূল সংগ্রেসেও। খড়দায় তৃণমূল প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায়, শান্তিপুরে ব্রজকিশোর গোস্বামী, দিনহাটায় উদয়ন গুহ এবং গোসাবায় সুব্রত মণ্ডল৷ বিধানসভা নির্বাচনে খড়দা বিধানসভা কেন্দ্রে প্রার্থী ছিলেন কাজল সিনহা। কিন্তু ভোটপর্বের মধ্যেই মৃত্যু হয় তাঁর। ফল প্রকাশের পর দেখা যায় খড়দা থেকে তিনি জয়ী হয়েছেন৷ কিন্তু তাঁর মৃত্যুতে ওই কেন্দ্রটি ফাঁকা হয়া যায়৷ যার জেরেই উপনির্বাচন হচ্ছে সেখানে। অন্যদিকে শান্তিপুর ও দিনহাটা কেন্দ্রে জয়ী প্রার্থী জগন্নাথ সরকার ও নিশীথ প্রামাণিক জানান তাঁরা সাংসদ পদেই থাকতে চান৷ ফলে বিধায়ক পদ থেকে ইস্তফা দেন৷ ফলে এই দুই কেন্দ্র বিধায়ক শূন্য হয়ে যায়৷ অন্যদিকে, নির্বাচনের পর মাকা যান গোসাবার তৃণমূল বিধায়ক৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × 1 =