Aajbikel

রাজ্যের পুজোগুলিকে ১ লক্ষের অনুদান দেবে বিজেপি! শাসকদলের সঙ্গে টক্কর

 | 
BJP_PUJO

কলকাতা: বিগত কয়েক বছরের রাজ্যের দুর্গাপুজো কমিটিগুলি সরকারের তরফে বড় অঙ্কের অনুদান পাচ্ছে। দিনেদিনে এই অনুদানের অঙ্ক বাড়ছেও, চলতি বছরও বাড়ানো হয়েছে। তবে এবার রাজ্যের শাসকের সঙ্গে সরাসরি টক্কর দিতে ময়দানে নেমে পড়ল বিজেপি। তারাও মোটা অঙ্কের অনুদান ঘোষণা করেছে রাজ্যের পুজোগুলির জন্য। তবে এই অনুদান পেতে মানতে হবে দুটি শর্ত। এখন প্রশ্ন হল, বাঙালির শ্রেষ্ঠ উৎসব নিয়ে এই যে রাজনৈতিক লড়াই শুরু হয়েছে, তা আদতে কাকে লাভ দেবে? 

গত বছর দুর্গা পুজোর অনুদান ছিল ৬০ হাজার টাকা। সেটা এবার বাড়িয়ে বারোয়ারি পুজো প্রতি ৭০ হাজার টাকা করেছে রাজ্য সরকার। কিন্তু সূত্রের খবর, দুটি শর্ত মানলেই বিজেপি রাজ্যের পুজোগুলিকে ১ লক্ষ টাকা অনুদান দেবে বলে সিদ্ধান্ত নিয়েছে। এই শর্তগুলির একটি হল, পুজো কমিটিতে বিজেপি নেতাদের জায়গা দিতে হবে এবং পুজো মণ্ডপের চারিদিক সাজাতে হবে কেন্দ্রীয় সরকারি প্রকল্পের সাফল্যের ব্যানার ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি দিয়ে। তবে বিজেপির এই শর্ত মেনে কটা পুজো কমিটি পুজো করবে তা নিয়ে ধন্দ তৈরি হয়েছে। কারণ এমন করলে সরাসরি রাজ্য সরকারের কুনজরে পড়ে যাবে তারা। সরকারের তরফে পাওয়া যাবতীয় সুযোগ সুবিধা হারাতে হবে, পুজোর অনুমতি মিলতেও পরের বছর থেকে সমস্যা হতে পারে। 

কয়েক দিন আগেই নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে পুলিশ, প্রশাসন ও পুজো কমিটি নিয়ে বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই অনুষ্ঠান থেকেই তিনি অনুদানের বিষয়টি ঘোষণা করেন। পাশাপাশি জানান, পুজো কমিটিগুলিকে সরকারের বিভিন্ন দফতর যেমন পর্যটন থেকে শিল্প, বিজ্ঞাপনের হোর্ডিং দেবে। সেই বাবদও টাকা পাবে পুজো কমিটিগুলি।

Around The Web

Trending News

You May like