কলকাতা: আগের তিন দফার মত রাজ্য বিধানসভা নির্বাচনের চতুর্থ দফাতেও সকাল থেকে বিক্ষিপ্ত অশান্তির ছবি ধরা পড়ল। এদিন ভোট গ্রহণ শুরু হতেই শহর কলকাতার কসবায় বিজেপি প্রার্থী ইন্দ্রনীল খাঁকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়। জানা গিয়েছে, বুথের বাইরে তাকে ঘিরে বিক্ষোভ দেখায় তৃণমূল কর্মী ও সমর্থকরা। এদিকে যাদবপুরে সিপিএমের প্রার্থী সুজন চক্রবর্তীর মহিলা পোলিং এজেন্টকে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে সেই তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। এমনকি তাঁকে প্রাণে মারার হুমকি পর্যন্ত দিয়েছে অভিযুক্তরা বলে খবর মিলছে।
এর পাশাপাশি, রাজ্যের একাধিক বুথে ইভিএম মেশিন খারাপ হওয়ার খবর সামনে আসছে। তাদের মধ্যে রয়েছে, উলুবেড়িয়া পুরসভার ২০ নং ওয়ার্ডের ১৭৪ নং বুথ, উলুবেড়িয়া পুরসভার ২০ নং ওয়ার্ডের ১৭৪ নং বুথ, খলিশানী ৮ নং বুথ। এদিকে, ভোট শুরুর আগে বালি বিধানসভার অন্তর্গত ৬৪ নম্বর বুথে বেলুড়ের লালবাবা কলেজে তৃণমূল-বিজেপি সংঘর্ষ হয়, পরিস্থিতি সামাল দেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। প্রসঙ্গত, আজ রাজ্যে চতুর্থ দফায় ৫ জেলার ৪৪টি আসনে ভোট। হাওড়ার ৯টি, আলিপুরদুয়ারের ৫টি, কোচবিহারের ৯টি, দক্ষিণ ২৪ পরগনার ১১টি ও হুগলির ১০টি আসনে ভোটগ্রহণ। মোতায়েন থাকছে প্রায় ৮০০ কোম্পানি বাহিনী। কলকাতায় বুথের ২০০ মিটার ও অন্যত্র ১০০ মিটারের মধ্যে ১৪৪ ধারা জারি হয়েছে।