কলকাতা: আজ সকাল থেকে শহর উত্তপ্ত হয়েছে পুরভোটকে কেন্দ্র করে। একাধিক বিষয়ে আঙুল উঠেছে শাসক দলের বিরুদ্ধে। প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে এই পুরভোটকে প্রহসন বলে দাবি করা হয়েছে। দলের পক্ষে নির্বাচন কমিটির চেয়ারম্যান প্রাক্তন বিধায়ক নেপাল মাহাত এবং অসিত মিত্র রাজ্য নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করে ৩৬ নম্বর ওয়ার্ডের সব বুথে পুনঃনির্বাচনের দাবি জানিয়েছেন। পরে সাংবাদিকদের বলেন যে, রাজ্য সরকার এবং কমিশনের পক্ষ থেকে সুষ্ঠু অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের প্রতিশ্রুতি দেওয়া হলেও তা কার্যকর হচ্ছে না। তিনি জানান, ৪৫ নম্বর ওয়ার্ডের বেশ কিছু বুথে তাদের দলের এজেন্ট বসতে দেওয়া হয়নি। এছাড়াও ২৮ নম্বর ওয়ার্ডের বেশ কয়েকটি বুথ শাসকদল দখল করেছে। তিনি কমিশনারের কাছে নির্বাচনের বাকি সময়টুকুতে অবাধ ও শান্তিপূর্ণ ভোট করার দাবি জানিয়েছেন।
অন্যদিকে, নির্বাচনে হিংসা ও সন্ত্রাসের প্রতিবাদে বিজেপি দুপুরে রাজ্যের সর্বত্র বিক্ষোভ কর্মসূচি পালন করে। দলের রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার এক বিবৃতিতে জানিয়েছেন, আজ নির্বাচনে পুলিশ ও রাজ্য নির্বাচন কমিশনের যৌথ প্রয়াসে গণতন্ত্রের যে প্রহসন এবং গণতন্ত্রের নামে নোংরা খেলা চলছে তার বিরুদ্ধে এই প্রতিবাদ জানানো। এদিকে দলের এ রাজ্যের সহ পর্যবেক্ষক অমিত মালব্য এক টুইট বার্তায় কলকাতা পুলিশের বিরুদ্ধে সাত নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থীকে হেনস্থা করার অভিযোগ করেন। কার নির্দেশে বিজেপি প্রার্থীদের ভয় দেখানো হচ্ছে তিনি সে বিষয়ে প্রশ্ন তোলেন।
পাশাপাশি, দলের তরফে শাসকদলের বিরুদ্ধে একাধিক জায়গায় সন্ত্রাসের অভিযোগ আনা হয়েছে। একাধিক ওয়ার্ডে বিজেপি এজেন্টদের ভোট কেন্দ্র থেকে বের করে দেওয়া,প্রার্থীদের উপর আক্রমণ, বহিরাগতদের নিয়ে এসে নকল ভোটদান, প্রক্সি ভোটার, বুথ দখল, রিগিং, প্রাক্তন কাউন্সিলর ও প্রার্থী মিনা দেবী পুরোহিতকে হেনস্থা করা সহ একাধিক অভিযোগে বিজেপির এক প্রতিনিধি দল রাজ্য নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করতে যাচ্ছে।