কাঁথি: খেজুরিতে দিলীপ ঘোষের গাড়ির উপর হামলার ঘটনায় নির্বাচন কমিশনে দ্বারস্থ বিজেপি। এসপি, ডিএম, এসডিপিও-কে সরানোর দাবি জানানো হয়েছে বলে জানিয়েছেন বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার।
কাঁথি লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দেবাশিস সামন্তের সমর্থনে বিজেপির বাইক মিছিলে প্রথমে হামলা হয়। পিছনেই ছিল বিজেপির রাজ্য সভাপতির কনভয়, সেখানেও হামলা হয় বলে অভিযোগ। অভিযোগের তির শাসকদলের দিকে। এরপরই এলাকা রণক্ষেত্রের চেহারা নেয়। বিজেপি কর্মী সমর্থকরা পাল্টা খেজুরির তৃণমূল বিধায়ক রঞ্জিত মণ্ডলের গাড়িতে হামলা চালায় বলে অভিযোগ। তৃণমূল কর্মীরাও খেজুরিতে রাস্তা অবরোধ করে দিলীপ ঘোষের কনভয় আটকে দেন। পাল্টা অবরোধ শুরু করে বিজেপি সমর্থকরাও। ঘটনাস্থলে পৌঁছে যায় বিশাল পুলিস ও কেন্দ্রীয় বাহিন।দিলীপ ঘোষের অভিযোগ মিছিল থেকে বেশ কয়েকজন বিজেপি সমর্থককে অপহরণ করেছে শাসকদল। এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন করে পূর্ব পরিকল্পিতভাবেই তৃণমূল বিধায়কের নেতৃত্বে হামলা চালানো হয়েছে বলে অভিযোগ বিজেপির।
এর পরে, বিজেপির রাজ্য সভাপতি তথা প্রার্থী দিলীপ ঘোষের বাইক মিছিল থেকে ফেরার পথে দুই বিজেপি কর্মীর উপর হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। পূর্ব মেদিনীপুরের কাঁথি লোকসভার খেজুরি থানা এলাকার ঘটনা। অভিযোগ, মঙ্গলবার রাতে দিলীপ ঘোষের মিছিল থেকে ফেরার পথে গোরাবাজারের কাছে বিজেপি কর্মী লালমোহন মাইতি ও ছেলে শিবুরঞ্জন মাইতির উপর হামলা করে তৃণমূল। বাঁশ, লাঠি দিয়ে বেধড়ক মারধর করা হয় তাঁদের। রাতে আহত ২ বিজেপি কর্মীর বাড়িতেও হামলা করা হয় বলে অভিযোগ। আহতদের আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। যদিও অভিযোগ অস্বীকার করেছে শাসক দল।