বুথের মধ্যেই বিজেপি এজেন্টের রহস্য মৃত্যু, রিপোর্ট তলব নির্বাচন কমিশনের

বুথের মধ্যেই বিজেপি এজেন্টের রহস্য মৃত্যু, রিপোর্ট তলব নির্বাচন কমিশনের

 

কামারহাটি: রাজ্যে আজ পঞ্চম দফার ভোট গ্রহণ। উত্তর ও দক্ষিণবঙ্গ মিলিয়ে মোট ৬ জেলার ৪৫টি বিধানসভা কেন্দ্রে শনিবার সকাল থেকে ভোট গ্রহণ পর্ব শুরু হয়েছে। তার মধ্যেই বিভিন্ন কেন্দ্রে এলাকা থেকে উঠে আসছে উত্তেজনার খবর। কামারহাটি বিধানসভা কেন্দ্রের একটি বুথের বিজেপির পোলিং এজেন্টের মৃত্যুকে ঘিরে এদিন সকাল থেকেই উত্তপ্ত হয়েছে এলাকা। অঞ্চলে পৌঁছে গিয়েছে কেন্দ্রীয় বাহিনীর কুইক রেসপন্স টিম। জেলা প্রশাসনের কাছে প্রাথমিক রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন।

কোচবিহার, দার্জিলিং, নদীয়া, উত্তর ২৪ পরগনা, পূর্ব বর্ধমান ও কালিম্পং; এই ছয় জেলার ৪৫টি কেন্দ্রে এদিন সকাল থেকে শুরু হয়েছে ভোট গ্রহণ। কামারহাটি বিধানসভা কেন্দ্রের ১০৭ নম্বর বুথের বিজেপির পোলিং এজেন্টের মৃত্যু হয়েছে। সকাল থেকে এই খবর ঘিরে উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। খবর পেয়েই অঞ্চলে কুইক রেসপন্স টিম পাঠিয়েছে নির্বাচন কমিশন। তড়িঘড়ি জেলা প্রশাসনের কাছে রিপোর্ট তলব করেছে কমিশন। বিজেপির পোলিং এজেন্ট কাল রাতে কোথায় ছিলেন, কার সঙ্গে ছিলেন, কী খেয়েছিলেন, তাকে শেষ কে কোথায় দেখেছেন, কিভাবে তার মৃত্যু হয়েছে এইসব নিয়েই রিপোর্ট চেয়েছে কমিশন। আর কিছুক্ষণের মধ্যেই এই ঘটনার প্রাথমিক রিপোর্ট জমা দেবে জেলা প্রশাসন। যদিও পোস্টমর্টেম রিপোর্টের পরেই স্পষ্টভাবে জানা যাবে যে বিজেপি বুথ এজেন্টের মৃত্যু কিভাবে হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *