মঙ্গলকোট: অনুব্রত মণ্ডলের নির্দেশে তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতীরা ভোট বানচাল করতে মঙ্গলকোটে বোমাবাজি করেছে, এমনকি গুলিও চালানো হয়েছে বলে অভিযোগ করল ভারতীয় জনতা পার্টি শিবির। এই ঘটনায় চরম উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। বিজেপির তরফ থেকে দাবি করা হচ্ছে, অনুব্রত মণ্ডলের নির্দেশে তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীরা এলাকায় বোমাবাজি করে সাধারণ মানুষকে ভয় দেখানোর চেষ্টা করে। ভোট বানচাল করার জন্যই এই ঘটনা ঘটানো হচ্ছে বলে অভিযোগ তাদের।
এই মঙ্গলকোটেই পোলিং এজেন্টের মারধরের ঘটনায় একে অপরের দিকে আঙুল তুলছে বিজেপি এবং তৃণমূল কংগ্রেস। কারন দুই দলের পোলিং এজেন্টকে এই ব্যাপক মারধর করা হয়েছে বলে অভিযোগ। জানা গিয়েছে তৃণমূল কংগ্রেসের পোলিং এজেন্টকে মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে। গুরুতর আঘাত লেগেছে তার, মাথা ফাটার পাশাপাশি চোখে আঘাত পেয়েছেন তিনি। এই ঘটনায় সরাসরি তৃণমূল কংগ্রেস আঙুল তুলছে বিজেপির দিকে। এদিকে তৃণমূল কংগ্রেসের দিকে পাল্টা অভিযোগ তুলে বিজেপি জানিয়েছে যে, তাদের পোলিং এজেন্টকে রাস্তায় ফেলে মারধর করেছে তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতীরা! সব মিলিয়ে পরিস্থিতির ব্যাপক উত্তপ্ত মঙ্গলকোটে।
তৃণমূল কংগ্রেসের ওই বুথ কর্মী জানাচ্ছেন, বিজেপির দুষ্কৃতীরা তাকে বাঁশ এবং রড দিয়ে পিটিয়েছেন। উল্লেখযোগ্য ভাবে বিজেপি ও তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে একই অভিযোগ আনছে। দাবি করা হচ্ছে, বিজেপির পোলিং এজেন্টরা কম খাওয়ার জন্য বুথের বাইরে বেরোয় তখন তাকে বেধড়ক মারধর করা হয়। রাস্তায় ফেলে পেটানো হয় তাকে।