বিজেপিকে ‘বদমাশের গাছ’ বলে শব্দ প্রত্যাহার মুখ্যমন্ত্রীর

বিজেপিকে ‘বদমাশের গাছ’ বলে শব্দ প্রত্যাহার মুখ্যমন্ত্রীর

 

আলিপুরদুয়ার: বিজেপিকে ‘বদমাশের গাছ’ বলে কটাক্ষ৷ সরকারি অনুষ্ঠান মঞ্চ থেকে বিজেপিকে করা কটাক্ষ মুহূর্তেই ফিরিয়ে নিলেন মুখ্যমন্ত্রী৷ শিলিগুড়ি থেকে বিজেপিকে তোপ দাগা শুরু করেছিলেন গতকালে বাজেট নিয়ে৷ তবে যে তোপ নিয়ে দাগলেন তা ফিরিয়ে নিলে মুহূর্তের মধ্যেই৷ চা বাগানের শ্রমিকদের কল্যাণের জন্য বাজেটে ১০০০ কোটি টাকা বরাদ্দ করেছে কেন্দ্র৷ সেই নিয়ে এদিন আলিপুরদুয়ারে বিজেপিকে ফের নিশানা করেন মমতা৷ বলেন, ওরা যা কথা দেয় সেই কথা রাখে না৷ এরপরই বিজেপি ‘বদমাশের গাছ’ বলে কটাক্ষ করেন মমতা৷ কিন্তু পর মুহূর্তে বলে ওঠেন সরি, এই কটাক্ষ ফিরিয়ে নিচ্ছেন তিনি৷ 

এদিন মমতা বলেন, আমাদের সরকার মানুষর৷ এই সরকার মনে করে কৃষক বিরোধী কোন কাজ আমরা করব না, শ্রমিক বিরোধী কাজ আমরা করব না৷ চা বাগানের শ্রমিকদের মাইনে আগে ৬৭ টাকা ছিল এখন রাজ্য সরকার তা বাড়িয়ে ২০২ টাকায় নিয়ে এসেছে৷ সিপিএম আগে করত না, আর বিজেপি তো কথা বলে আর কাজ করে না৷ প্রসঙ্গত, গতকাল শিলিগুড়ি থেকে কেন্দ্রীয় বাজেটের নিন্দা করে ভেকধারী সরকারের ফেকধারী বাজেট বলেও মন্তব্য করেন মমতা৷ এদিন মমতা প্রশ্ন তোলেন, উত্তরবঙ্গে এতজন বিজেপি এমপি জিতেছে একজনও কিছু করেছে? মমতা নিশানা, কুত্সা রটায় বিজেপি৷ 

এর আগেও নানা শব্দচয়নে বিজেপিকে লাগাতার তোপ দেগেছেন মমতা৷ তা বারবার উঠে এসেছে খবরের শিরোনামে৷ কিন্তু এবার বিধানসভা নির্বাচনের আগে কি একটু সংযত হতে চান মুখ্যমন্ত্রী? এদিনের ঘটনা অত্যন্ত এমনই ইঙ্গিত দিল৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *