কলকাতা: রাজ্য সরকার চলতি বছরের ‘বিশ্ব বাংলা শারদ সম্মান’-র ফলাফল ঘোষণা করেছে। তথ্য এবং সংস্কৃতি দফতরের প্রতিমন্ত্রী ইন্দ্রনীল সেন ফলাফল ঘোষণা করেন। সেরার সেরা বিভাগে প্রথম হয়েছে বেহালার বড়িশা ক্লাব। এই বিভাগে মোট ৩৬ টি পুজো কমিটিকে নির্বাচিত করা হয়েছে। এছাড়াও সেরা মন্ডপ বিভাগে পাঁচটি, সেরা প্রতিমা পাঁচটি, সেরা আলোকসজ্জা তিনটি,সেরা সাবেকি, সেরা ভাবনা, সেরা পরিবেশবান্ধব, সেরা কোভিড ওয়ারিয়র সহ মোট ১৩ টি বিভাগে ১০৩ টি পুজো কমিটিকে নির্বাচিত করা হয়। কলকাতা ছাড়া বাকি ২০ টি জেলার পুজো কমিটিকেও বিভিন্ন ক্ষেত্রে ‘বিশ্ব বাংলা শারদ সম্মান’ দেবে রাজ্য সরকার।
কলকাতা ছাড়াও বাকি কুড়ি জেলার বিভিন্ন পুজো কমিটিকে চারটি বিভাগে এই শারদ সম্মান প্রদান করা হবে বলে মন্ত্রী জানিয়েছেন। অন্যদিকে, কলকাতা শ্রী পুরস্কার ২০২১ ঘোষণা করা হয়েছে। কলকাতা পুরসভার পছন্দ বিভিন্ন পুজো মন্ডপ। কলকাতা শ্রী ঘোষণা করেন মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম ও দেবাশীষ কুমার। ১০০ টা পুজো ছিল এবং ছিল মোট ৩৬ টি পুরস্কার। চেতলা অগ্রণী, ত্রিধারা এবং ৯৫ পল্লীকে এই প্রতিযোগিতা থেকে বাইরে রাখা হয়েছে। ৯ টি ক্যাটাগরিতে ৪ টা করে পুরষ্কার ছিল। শারোদৎসবকে আরও আকর্ষণীয় করে তুলতে এবং তাকে বিশ্বের দরবারে পৌঁছে দেওয়ার জন্যই ২০১৩ সাল থেকে রাজ্য সরকার দুর্গাপুজোয় সেরা সম্মান ‘বিশ্ব বাংলা শারদ সম্মান’ পুরস্কার দিচ্ছে।