মাধ্যমিকের আগে বিটার জলসা, বেলাগাম শব্দে বিপাকে বহু পড়ুয়ারা

মাধ্যমিকের আগে বিটার জলসা, বেলাগাম শব্দে বিপাকে বহু পড়ুয়ারা

তারকেশ্বর: সামনেই মাধ্যমিক পরীক্ষা। অথচ জনবহুল এলাকায় বিশাল মেলার আয়োজন করায় ক্ষোভে ফুঁসছে স্থানীয় মানুষ। স্থানীয় মানুষের এই ক্ষোভকেই কাজে লাগাতে উদ্যোগ নিল বিজেপি। মেলার প্রতিবাদ করে তারকেশ্বর ব্লক প্রশাসনের দারস্থ হলো তারকেশ্বর বিজেপি নেতৃত্ব। তারা সরাসরি লিখিত ভাবে মেলা বন্ধের দাবি  জানায়। জানা গিয়েছে, মাধ্যমিক পরীক্ষার আগে তারকেশ্বর সাহাপুর মাঠে মেলার প্রতিবাদে বিডিও ও তারকেশ্বর থানায় বিজেপি অভিযোগ জানিয়েছে।

সবুজ মেলা নামের এই মেলার সম্পাদক তারকেশ্বর পুরসভার চেয়ারম্যান তথা তৃণমুল নেতা স্বপন সামন্ত। এতদিন ভয়ে কেউ প্রতিবাদ করতে পারেনি বলে বিজেপি দাবি করেছে। বিজেপির মতে, লোকসভা ভোটের পর থেকে তৃণমূলের জন সমর্থন কমতে থাকে। বিজেপির শক্তি বৃদ্ধি হয়। তাই তারকেশ্বর বিজেপি নেতৃত্ব ছাত্র ছাত্রীদের স্বার্থে মেলা বন্ধের দাবি জানায়।

শিক্ষা দপ্তর সূত্রে জানা গিয়েছে, ১৮ ফেব্রুয়ারি মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে। ৮ থেকে ১৭  ফেব্রুয়ারি পর্যন্ত মেলা চলবে। ছেলে মেয়েরা পড়াশোনা করবে কি করে।সেই নিয়ে প্রশ্ন তুলেছে বিজেপি। থানা ও বিডিও অফিসের সামনে মেলা বন্ধের জন্য স্লোগান তোলে বিজেপি কর্মী সমর্থকরা বলে জানা গিয়েছে। এই বিষয়ে তারকেশ্বরের বিজেপি নেতা গণেশ চক্রবর্তী  বলেন, সামনে মাধ্যমিক পরীক্ষা। এই মেলা বন্ধ করা প্রয়োজন। আমরা প্রশাসনকে জানিয়েছি।প্রশাসন কড়া ব্যবস্থা না নিলে আন্দোলন করা হবে।

অপরদিকে তারকেশ্বর পৌরসভার চেয়ারম্যান স্বপন সামন্ত বলেন, এটি একটি সাংস্কৃতিক মেল বন্ধনের মেলা। গত তিরিশ বছর ধরে এই মেলা এই সময়ে হয়ে আসছে।আইন মেনেই মেলা হবে। সব মিলিয়ে এখন দেখার  প্রশাসন কি ব্যবস্থা নেয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × 2 =