‘শেষ পর্যন্ত থেকে ম্যাচ জেতাব’! তৃণমূলে যোগ দিলেন সিএবি’র প্রাক্তন সচিব

‘শেষ পর্যন্ত থেকে ম্যাচ জেতাব’! তৃণমূলে যোগ দিলেন সিএবি’র প্রাক্তন সচিব

c67bdc262cf230b66c27e4085bdd9b61

কলকাতা: ক্রিকেট জগতের লোকের রাজনীতিতে পদার্পণ ফের একবার। রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন সিএবি’র প্রাক্তন সচিব বিশ্বরূপ দে। এদিন তৃণমূল ভবনে সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং সুখেন্দু শেখর রায়ের উপস্থিতিতে তৃণমূল কংগ্রেসে যোগ দেন তিনি। তারাই বিশ্বরূপ দে’র হাতে দলীয় পতাকা তুলে দেন। তৃণমূলে যোগ দিয়েই আত্মবিশ্বাসের সঙ্গে বিশ্বরূপ দে জানান, শেষ পর্যন্ত দেখে ম্যাচ জেতাবেন তিনি।

এদিন তৃণমূল কংগ্রেসের যোগ দেওয়ার পর বিশ্বরূপকে বেশ আত্মবিশ্বাসী মনে হয়। তিনি বলেন, তিনি নিজের টিম স্পিরিটে বিশ্বাস করেন। এদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের টিম স্পিরিট দেখেই তিনি তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন। বিশ্বরূপের কথায়, ভারতীয় ক্রিকেট বেঁচে আছে টিম স্পিরিট আছে বলে, এদিকে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও সেই একই ধরনের স্পিরিট নিয়ে লড়াই করে চলেছেন। বাংলাকে বাঁচানোর যে লড়াই তিনি করছেন সেই লড়াইয়ে শামিল হতে চেয়েছেন তিনি। সেই কারণেই তৃণমূল কংগ্রেসে যোগদান বলে জানান বিশ্বরূপ। এই প্রেক্ষিতেই বলেন, শেষ পর্যন্ত থেকে তৃণমূল কংগ্রেসকে ম্যাচ জেতাবেন তিনি। 

বেশ কয়েকদিন আগে পর্যন্ত ভারতের প্রাক্তন অধিনায়ক তথা বর্তমান বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের বিজেপি যোগ নিয়ে তোলপাড় হয়েছে রাজ্য তথা দেশের সংবাদ মাধ্যম। যদিও অবশেষে সব জল্পনার অবসান ঘটেছে। মূলত সৌরভ গঙ্গোপাধ্যায় অসুস্থ হয়ে যাওয়ার পর তার রাজনীতি যোগ নিয়ে সেভাবে সরগরম হয়নি রাজ্য-রাজনীতি। তবে এবার সেই খেলার জগতের মূলত বাংলার ক্রিকেট জগতের একজন গুরুত্বপূর্ণ নাম শাসক দল তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন। তবে তিনি শেষ পর্যন্ত আদৌ তৃণমূল কংগ্রেসকে ম্যাচ জেতাতে পারেন কিনা সেটা জানতে অপেক্ষা করতেই হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *