Aajbikel

দাঁতই যেন কাটারি, ঝড়ের গতিতে নারকেল ছোলে বিশ্বজিত, বিদেশের ডাক পেলেও নেই পাথেয়

 | 
বিশ্বজিৎ

কলকাতা: আমাদের দেশে প্রতিভার খামতি নেই৷ খামতি নেই এ রাজ্যেও৷ সম্প্রতি এমনই এক যুবকের প্রতিভা প্রকাশ্যে এসেছে৷ যা দেখে হতবাক অনেকেই৷ কারণ, ছুরি বা কাটারি দিয়ে নয়, এই ছেলে নারকেল ছোলে দাঁত দিয়ে! আগে একটা নারকেল ছুলতে লাগত এক মিনিট৷ আর এখন এক মিনিটে ছুলে ফেলে পাঁচটা নারকেল৷ এই প্রতিভার জোরেই বিদেশ যাওয়ার ডাক পেয়েছেন আলিপুরদুয়ার জেলার ফালাকাটার ডালিমপুর গ্রামের বছর ২৪-এর যুবক বিশ্বজিৎ বর্মণ৷ কিন্তু, যাবেন কী ভাবে? টাকা নেই৷ অগত্যা কেন্দ্রীয় সরকারের সাহায্যের আশায় রবিবার তিনি হাজির হন কেন্দ্রের ক্রীড়া প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের দুয়ারে। কোচবিহারের সাংসদের সামনে প্রতিভা প্রদর্শন করতে গিয়ে ৩০ সেকেন্ডে তিনটি নারকেলও ছুলে ফেলেন তিনি। যা এখনও পর্যন্ত সবচেয়ে দ্রুততার রেকর্ড৷ 

ছোট থেকেই এই প্রতিভা রয়েছে বিশ্বজিতের৷ বড় হওয়ার পর এটাকেই নিজের পেশ করতে চান সংস্কৃতে স্নাতন এই যুবক৷ তাঁর কথায়, ‘‘প্রথম দিতে এমনিই করতাম। তার পরে মনে হল, এটা অভ্যাস করি। রোজ করতে শুরু করি। এখন অনেকেই বিষয়টা জানেন৷ বিভিন্ন জায়গায় আমার নারকেল ছোলার প্রদর্শনীও হয়।’’ তবে এবার ডাক এসেছে বিলেত থেকে৷ আগামী ১১ নভেম্বর ‘ব্রিটেন গট ট্যালেন্ট’ রিয়্যালিটি শোয়ের ‘অডিশন’। কিন্তু এখনও ভিসাই হয়নি বিশ্বজিতের৷ টিকিটের টাকাও জোগাড় হয়ে ওঠেনি। সে সব হয়তো বন্ধুবান্ধব, আত্মীয়-স্বজনদের থেকে জোগাড় করে নেওয়া যাবে। কিন্তু ভিসা কী করে করতে হয় সেটাই তো জানা নেই তাঁর৷ তাই আরও কিছুটা সময় চেয়ে রিয়্যালিটি শোয়ের কর্তাদের কাছে আবেদন পাঠিয়েছেন। জবাব আসেনি এখনও। ব্রিটেনে যাওয়া হবে তো? চিন্তায় ‘ডালিমপুরের প্রতিভা’। সাহায্যের আশ্বাস দিয়েছেন নিশীথ৷ 
 

Around The Web

Trending News

You May like