শ্যামাপ্রসাদ-কাণ্ডে নয়া মোড়, বিষ্ণুপুরে পুরসভার কর্মীদের ছুটি বাতিল

শ্যামাপ্রসাদ-কাণ্ডে নয়া মোড়, বিষ্ণুপুরে পুরসভার কর্মীদের ছুটি বাতিল

122d4ccbf7647be9591f53d236d81d49

 

বাঁকুড়া: বিষ্ণুপুর পুরসভার কর্মীদের সমস্ত ধরণের ছুটি বাতিল করল পুরসভা। প্রয়োজনে কোটি কোটি টাকা টেণ্ডার দুর্নীতির তদন্তের  প্রয়োজনে পুর কর্মীদেরও ডাকা হতে পারে বলে খবর পাওয়া যাচ্ছে।

গত রবিবার বিষ্ণুপুর পুরসভার টেণ্ডার দুর্নীতির অভিযোগে গ্রেফতার হন প্রাক্তন পুরপ্রধান শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়৷ আদালতের নির্দেশে তিনি এই মুহূর্তে পুলিশি হেফাজতে আছেন। ধৃত রাজ্যের প্রাক্তন মন্ত্রীকে জেরা করে তদন্তকারী পুলিশ আধিকারিকদের হাতে উঠে আসে বেশ কিছু নাম। যার মধ্যে পুরসভার প্রাক্তন কর্মী ও বর্তমানে পুরসভার অস্থায়ী পদে কর্মরত, শ্যাম ঘনিষ্ট হিসেবে পরিচিত দিলীপ গরাই নামে একজনকে পুলিশ গ্রেফতার করেছে।

টেণ্ডার দুর্নীতি কাণ্ডে বিষ্ণুপুর পুরসভাকে মূল ফোকাসে রেখেই তদন্তের কাজ চালিয়ে যেতে চাইছেন তদন্তকারী পুলিশ আধিকারিকরা। এরমধ্যেই একাধিক পুর আধিকারিককে জিজ্ঞাসাবাদ করেছেন তাঁরা। এর বাইরে বেশ কিছু ঠিকাদারকেও জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলে খবর পাওয়া যাচ্ছে।

একই সঙ্গে অন্যান্য পুর কর্মীরাও পুলিশি জেরার মুখে পড়তে পারেন। সেকারণেই আপাতত সমস্ত পুর কর্মীর ছুটি বাতিল করা হয়েছে। এবিষয়ে বিষ্ণুপুর থানার পক্ষ থেকে পুরসভাকে ‘ছুটি বাতিলে’র বিষয়টি লিখিতভাবে জানিয়ে দেওয়া হয়েছে।  এবিষয়ে বিষ্ণুপুর পুরসভার সদ্য দায়িত্বপ্রাপ্ত প্রশাসক বোর্ডের চেয়ারম্যান অর্চিতা বিদ্ বলেন, ‘পৌরসভার কোন কর্মীকে ছুটি না নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এর মধ্যে যদি কারও চিকিৎসা সংক্রান্ত কাজে বাইরে যাওয়ার দরকার পড়ে তবে তাঁকে থানা থেকে বিশেষ অনুমতি নিতে হবে।’ একই সঙ্গে পুরভবন থেকে কোন নথি যাতে বাইরে না বেরিয়ে যায় সেবিষয়ও নজরে রাখার কথা জানানো হয়েছে৷’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *