অনেক নেতাই ‘আড়ালে’, অনুব্রতর গ্রেফতারির পর বীরভূম যেন ‘সাইলেন্ট’

অনেক নেতাই ‘আড়ালে’, অনুব্রতর গ্রেফতারির পর বীরভূম যেন ‘সাইলেন্ট’

বোলপুর: দশবার তাঁকে তলব করেছিল সিবিআই। কিন্তু গরু পাচার মামলায় তলবে মাত্র এক বার সাড়া দিয়েছিলেন বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। গ্রেফতার হওয়ার আগের মুহূর্ত পর্যন্ত স্রেফ অসুস্থতার কথাই বলেই গিয়েছিলেন। কিন্তু তাতে লাভ হয়নি। গোটা বীরভূম জেলায় অনুব্রতর কি দাপট আছে তা সকলেই জানেন। জেলা সভাপতির রাজনৈতিক উত্তাপ কোনায় কোনায় ছড়িয়ে। কিন্তু অনুব্রত গ্রেফতার হওয়ার পরেই যেন অন্য ছবি ধরা পড়ল বীরভূমে। সেই উত্তেজনা, উন্মাদনা নেই, তৃণমূলের নেতারাও কেমন একটা চুপ করে গিয়েছে। এই মুহূর্তের বীরভূম যেন ‘সাইলেন্ট জোন’।

আরও পড়ুন- অনুব্রত গ্রেফতার! খবর পেয়েই পার্থের প্রশ্ন, ও কি এই জেলেই আসবে?

সূত্রের খবর, বীরভূমের বহু তৃণমূল নেতা কারোর ফোন তুলছেন না। অনেকেই ফোন বন্ধ করে রেখে দিয়েছেন। মাঝে মধ্যে বিজেপি সহ বিরোধী দলের বিপক্ষে আওয়াজ তোলা হচ্ছে বটে, তবে ওইটুকুই। সেই বিক্ষোভের অস্ত্রে কোনও ধার নেই। বরং অনুব্রত মণ্ডল গ্রেফতার হওয়ার আগে এবং পরের মুহূর্তে উল্লাসে মেতেছিল বিজেপি শিবির। জায়গায় জায়গায় গুড়, বাতাসা, নকুলদানা দেওয়া হয়েছিল। কেউ আবার তাঁর বাড়ির সামনে গরু ছেড়ে দিয়ে উপহাস করেছে। আবার অনেকে হাতে জুতো নিয়ে ‘চোর’ বলেই হেঁকেছে। সব মিলিয়ে এখন জেলার তৃণমূল নেতা, কর্মীরা নিশ্চুপ হয়ে গিয়েছেন।

ইতিমধ্যে তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব এই ইস্যুতে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে। বৃহস্পতিবার সাংবাদিক বৈঠক করে নেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানিয়েছেন, তৃণমূল দুর্নীতিকে কোনও সময়ে প্রশ্রয় দেয় না। মানুষকে ঠকানো সমর্থন করে না। মনে করা হচ্ছে, পার্থ চট্টোপাধ্যায়ের মতো অনুব্রত মণ্ডলের ক্ষেত্রেও অনুরূপ কিছু সিদ্ধান্ত নেওয়া হবে। তার আগে থেকেই অনুব্রত অনুগামীদের মন খারাপ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *