অনুব্রত গড়ে ভাঙন! দল ছাড়লেন সংখ্যালঘু নেতা! তৃণমূল নেতার বাড়িতে অর্জুন

অনুব্রত গড়ে ভাঙন! দল ছাড়লেন সংখ্যালঘু নেতা! তৃণমূল নেতার বাড়িতে অর্জুন

 

নিজস্ব সংবাদদাতা: শুভেন্দু অধিকারীর পদত্যাগের পর থেকে এ ভাঙন যেন থামতেই চাইছে না৷ রাজ্যের বিভিন্ন জেলা থেকে এক এক করে নেতা ও জনপ্রতিনিধি পদত্যাগ করছেন তৃণমূল থেকে৷ শুক্রবার ব্যারাকপুরের বিধায়ক শীলভদ্র দত্ত ইস্তফা দেন দলের সমস্ত সদস্য পদ থেকে৷ এদিকে অনুব্রত গড়েও ভাঙন ধরল তৃণমূলে৷ দল ছাড়লেন বীরভূম জেলার তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু নেতা করম হোসেন খান। সিউড়ি ১ নং ব্লকের কার্যকরী সভাপতি হিসেবে দায়িত্বে ছিলেন পাশাপাশি তিনি ওই পঞ্চায়েত সমিতির মৎস্য ও প্রাণিসম্পদ কর্মাধ্যক্ষ হিসেবে দায়িত্বে আছেন। দলের শীর্ষ নেতৃত্বকে দল ছাড়া চিঠি দিয়েছেন তিনি৷ তিনি জানিয়েছেন, দলের দুর্নীতির খবর সভাপতির কাছে পৌঁছতে দেওয়া হয় না৷ একইসঙ্গে তিনি স্পষ্ট জানিয়েছেন, আগামীকাল বিজেপিতে যোগ দিচ্ছেন তিনি৷ 

একই ছবি দেখা গেল মালদহের বামনগোলাতেও৷ বামনগোলার ৫টি গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের সভাপতি পদ থেকে এক সঙ্গে ইস্তফা৷  তৃণমূল কংগ্রেসের পাঁচটি গ্রাম পঞ্চায়েতের সভাপতির একসঙ্গে ইস্তফা দেওয়ায় শোরগোল পড়ে গেছে বিভিন্ন রাজনৈতিক মহলে৷ বামনগোলার পাকুয়াহাট অঞ্চলের সভাপতি পদ থেকে ইস্তফা দিলেন শ্যামল মন্ডল, বামনগোলা অঞ্চল সভাপতি পদ থেকে ইস্তফা দিলেন তফিউর রহমান, গোবিন্দপুর মহেশপুর অঞ্চল সভাপতি পদ থেকে ইস্তফা দিলেন মানিক মাহাতো, চাঁদপুর অঞ্চলে সভাপতি পদ থেকে ইস্তফা দিলেন সাহেব হাঁসদা, জগদলা অঞ্চল সভাপতি পদ থেকে পদত্যাগ করেন নারায়ন মন্ডল। তবে পদ থেকে ইস্তফা দিলেও তারা তৃণমূলের সঙ্গে থাকবে বলে স্পষ্ট জানিয়েছেন৷

এদিকে বৃহস্পতিবার রাতে কানাইপুর গ্রামপঞ্চায়েত প্রধান আচ্ছেলাল যাদবের বাড়িতে সৌজন্য সাক্ষাৎ সেরে আসেন বিজেপি সাংসদ অর্জুন সিং৷ যা নিয়ে বিতর্ক দানা বাঁধছে৷  শুভেন্দু অধিকারীকে নিয়ে সরগরম রাজ্য রাজনীতি সেই সময় দাঁড়িয়ে কানাইপুর তৃণমূলের পঞ্চায়েত প্রধানের বাড়িতে বিজেপি সাংসদ অর্জুন সিং ও শঙ্কুদেব পান্ডা আসায় রাজনৈতিক মহলে শুরু হয়েছে অনেক জল্পনা। তবে এই প্রসঙ্গে আচ্ছেলাল যাদব পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে তৃণমূল দলে ছিলেন ও থাকবেন। যেভাবে একের পর এক নেতা ও জনপ্রতিনিধি শাসকদলের হাত ছেড়ে দিচ্ছেন তাতে একুশের নির্বাচনে আগে তৃণমূলের অন্দরে যে টাল মাটাল পরিস্থিতির তৈরি হচ্ছে তা বলাই বাহুল্য৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ten − 4 =