শুক্রবার শেষকৃত্য সস্ত্রীক CDS রাওয়াতের, লাইফ সাপোর্টে বরুণ সিং, সংসদে বিবৃতি রাজনাথের

শুক্রবার শেষকৃত্য সস্ত্রীক CDS রাওয়াতের, লাইফ সাপোর্টে বরুণ সিং, সংসদে বিবৃতি রাজনাথের

নয়াদিল্লি: মর্মান্তিক চপার দুর্ঘটনায় বুধবার মৃত্যু হয়েছে দেশের প্রথম চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াতের৷ সেই ঘটনার প্রেক্ষিতে আজ লোকসভায় বিবৃতি দিলেন রাজনাথ সিং৷ বৃহস্পতিবার সংসদের নিম্নকক্ষে প্রতিরক্ষামন্ত্রী বলেন, ‘ভারতীয় বিমান বাহিনী সামরিক কপ্টার দুর্ঘটনায় ট্রাই সার্ভিস তদন্তের নির্দেশ দিয়েছে।  এয়ার মার্শাল মানবেন্দ্র সিং-এর নেতৃত্বে ঘটনার তদন্ত চলবে। গতকালই ওয়েলিংটনে পৌঁছে গিয়েছে তদন্তকারী দল৷ তদন্ত শুরু করা হয়ছে।’ 

লোকসভায় বিবৃতিতে রাজনাথ আরও বলেন,  ‘ শুক্রবার সম্পূর্ণ সামরিক মর্যাদার সঙ্গে সিডিএস জেনারেল বিপিন রাওয়াতের শেষকৃত্য সম্পন্ন করা হবে৷ অন্যান্য সেনা কর্তাদের শেষকৃত্যও যথাযথ সামরিক মর্যাদার সাথে সম্পন্ন করা হবে।’  এদিন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং সংসদে আরও জানান, ‘‘চপার দুর্ঘটনায় ১৪ জনের মধ্যে সস্ত্রীক চিফ অফ ডিফেন্স স্টাফ-সহ ১৩ জনের মৃত্যু হয়েছে। একমাত্র জীবিত গ্রুপ ক্যাপ্টেন বরুণ সিংকে সেনা হাসপাতালে রেখে চিকিৎসা করা হচ্ছে৷ তবে প্রয়োজনে তাঁকে অন্য হাসপাতালে নিয়ে যাওয়া হতে পারে। আপাতত ওয়েলিংটনের সেনা হাসপাতালে লাইফ সাপোর্টে রয়েছেন রুণ। তাঁকে বাঁচানোর জন্য সব ধরনের চেষ্টা করা হচ্ছে।’’

তিনি আরও বলেন,  বৃহস্পতিবার বিকেলেই সিডিএস ও  তাঁর স্ত্রী সহ মৃত সেনার্মীদের নিথর দেহ রাজধানীতে নিয়ে আসা হবে৷ শুকবার হবে শেষকৃত্য৷ এদিকে, দুর্ঘটনার খবর পাওয়া মাত্র বায়ুসেনা প্রধান এয়ার চিফ মার্শাল বিআর চৌধুরীকে কুন্নুরে যাওয়ার নির্দেশ দেন তিনি। বর্তমানে সেখানেই রয়েছেন এয়ার চিফ মার্শাল৷ এদিন লোকসভায় চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াত ও তাঁর স্ত্রী সহ অন্যান্য সেনা কর্মীদের মৃত্যুতে দুই মিনিট নীরবতা পালন করা হয় সংসদে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × 4 =