Aajbikel

হাত তুলে আর স্কুলে ‘উপস্থিত’ নয়! নয়া ব্যবস্থা চালু হাওড়ার স্কুলে, নিশ্চিন্ত অভিভাবকেরাও

 | 
পড়ুয়া

কলকাতা: ক্লাসের শুরুতেই রোল কল করা প্রতিটি স্কুলের নিত্যদিনের কাজ৷ তবে এবার সেই পাট যেন মিটতে চলেছে৷ পড়ুয়াদের আর ‘ইয়েস স্যর’ কিংবা ‘ইয়েস ম্যাম’ বলে হাত তুলে উপস্থিতি জানাতে হবে না৷ এবার বিভিন্ন স্কুলে কর্পোরেট ধাঁচে চালু হচ্ছে বায়োমেট্রিক পদ্ধতিতে হাজিরা নেওয়ার ব্যবস্থা৷ আসছে ‘ফেস রেকগনিশন অ্যাটেনড্যান্স সিস্টেম’। পড়ুয়াদের শুধু ওই মেশিনের সামনে দাঁড়াতে হবে৷ তাহলেই প্রেজেন্ট হয়ে যাবে। শুধু তা-ই নয়, তারা কখন ঢুকছে, কখন বেরোচ্ছে— স্বয়ক্রিয় পদ্ধতিতে সেই সব বার্তা পৌঁছে যাচ্ছে সোজা অভিভাবকদের মোবাইলে। সম্প্রতি হাওড়ার ডোমজুড়ে একটি সরকার পোষিত স্কুলে এমনই ব্যবস্থা টালু করা হয়েছে৷ ওই স্কুলের নাম বাঁকড়া মোবারক হোসেন বালিকা বিদ্যালয়।

Around The Web

Trending News

You May like