জলপাইগুড়ি: আগেই কয়লা পাচার কাণ্ডের মূল অভিযুক্ত অনুপ মাঝি ওরফে লালাকে পলাতক ঘোষণা করা হয়েছে। গতকাল বিনয় মিশ্রকে প্রথম ঘোষণা করেছে সিবিআই আদালত। তবে বিজেপি নেতা সায়ন্তন বসুর দাবি, বিনয় মিশ্র এখন আর বেঁচে নেই! এমনই বিস্ফোরক অভিযোগ করলেন তিনি একইসঙ্গে নিশানা করলেন সেই ‘ভাইপো’ কে। শুক্রবার রথযাত্রা কর্মসূচি উপলক্ষে জলপাইগুড়ির মিলন সংঘ ময়দানের একটি জনসভা থেকে এমন বিস্ফোরক দাবি করেন বিজেপি নেতা।
সায়ন্তন বসু কথায়, যতদূর তিনি জানতে পেরেছেন তার ভিত্তিতে আশঙ্কা করছেন যে বিনয় মিশ্রকে ‘ভাইপো’ বাহিনী পৃথিবী থেকে সরিয়ে দিয়েছে! সে আর বেঁচে নেই। তাঁর বক্তব্য, দুর্নীতি মামলায় প্রমাণ লোপাট করতেই বিনয় মিশ্রকে খুন করা হয়েছে! সায়ন্তনের স্পষ্ট কথা, বিনয় মিশ্রকে খুঁজে পাওয়া গেলে সে সবকিছু করে দেবে। তাতে অবশ্য ভাবে চাপে পড়ে যাবে ‘ভাইপো’। সেই কারণেই এখন আর তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না কারণ সে পৃথিবীতেই নেই। কয়লা পাচার কাণ্ডে ইতিমধ্যেই ব্যাপকভাবে সক্রিয় হয়েছে সিবিআই এবং সেই প্রেক্ষিতে রাজ্যের শাসক দলকে নিশানা করেছে বিজেপির সব নেতারা। তবে এই ক্ষেত্রে আপাতত সবচেয়ে বিস্ফোরক দাবি করলেন গেরুয়া শিবিরের সায়ন্তন বসুই। যদিও এই মন্তব্যের প্রেক্ষিতে এখনো পর্যন্ত কোন রকম প্রতিক্রিয়া দেয়নি তৃণমূল কংগ্রেস। তবে এই ঘটনা নিয়ে যে রাজ্যের শাসক দল কিছুটা হলেও চাপে রয়েছে তা অস্বীকার করা যায় না।
আর কয়েক সপ্তাহ পরেই বাংলায় বিধানসভা নির্বাচন এবং আর কয়েকদিন বাদেই তার দিন ঘোষণা রয়েছে। এই পরিস্থিতিতে কয়লা পাচার থেকে শুরু করে গরু পাচার কাণ্ডে সিবিআই তত্পরতা বেড়েছে দেখার মত। রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস অনেক আগে থেকেই অভিযোগ করেছে যে, বাংলায় নির্বাচন এলেই কেন্দ্রীয় গোয়েন্দা দপ্তরের তৎপরতা বেড়ে যায়। এবারও রাজ্য সরকারকে চাপে রাখার জন্য একই জিনিস ঘটানো হচ্ছে। এক্ষেত্রে প্রত্যক্ষভাবে তারা কেন্দ্রীয় সরকার তাদের বিজেপির দিকেই আঙ্গুল তুলেছে।