সুব্রত সকলের সঙ্গে সম্পর্ক রাখতেন, একবার যাত্রা দেখার টিকিটও পাঠিয়েছিলেন, স্মৃতিচারণ বিমানের

সুব্রত সকলের সঙ্গে সম্পর্ক রাখতেন, একবার যাত্রা দেখার টিকিটও পাঠিয়েছিলেন, স্মৃতিচারণ বিমানের

কলকাতা:  তাঁদের রাজনৈতিক মত ভিন্ন৷ তাঁরা ভিন্ন দলের শরিক৷ তা সত্বেও সুব্রত মুখোপাধ্যায়ের মৃত্যুতে তাঁকে স্মরণ করলেন বিমান বসু৷ যে সকল রাজনীতিকদের সঙ্গে তাঁর প্রথম জীবন থেকে পরিচিতি, তার মধ্যে অন্যতম হলেন বামফ্রন্টের চেয়ারম্যান। সুব্রতর প্রয়াণে তিনি বলেন, ‘‘সুব্রত মানুষের সঙ্গে যোগাযোগ রাখতেন। ওঁর যোগাযোগ রাখার ধরন ছিল আলাদা ঘরানার।’’ 

আরও পড়ুন- ফিরহাদের কাছে সুব্রতই তাঁদের উত্তর কুমার, গলা ধরে এল সুব্রত বক্সির

বৃহস্পতিবার কালীপুজোর রাতে এসএসকেএম হাসপাতালে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী তথা তৃণমূলের বর্ষীয়ান নেতা সুব্রত মুখোপাধ্যায়ের। তাঁর মৃত্যুতে দলমত নির্বিশেষে তাঁকে শ্রদ্ধা জানিয়েছেন বাম এবং কংগ্রেস নেতারা। শ্রদ্ধা জানিয়েছেন সিপিএমের অশোক ভট্টাচার্য, বিকাশ ভট্টাচার্য এবং রবীন দেবের মতো নেতারা৷ পুরনো স্মৃতি হাতড়ে বিমান বলেন, ‘‘ও যখন বঙ্গবাসী কলেজে পড়ত, তখন থেকেই ওঁকে চিনি৷ কলেজে পড়ার সময়েই ছাত্র রাজনীতিতে ওই অভিষেক৷ ওঁর বাবা ছিলেন শিক্ষক। ওঁরা তখন বজবজের বাড়িতে থাকতেন। তখন থেকেই ওর সঙ্গে পরিচয়।’’

রাজনীতিক সুব্রতকে প্রসঙ্গে বিমান বলেন, ‘‘ওঁর কথাবার্তার ধাঁচই ছিল আলাদা৷ প্রথমে কংগ্রেস এবং পরে তৃণমূল কংগ্রেসে গেলেও সকলের সঙ্গে সম্পর্ক রাখতেন।’’ একবার যাত্রা দেখার জন্য বিমানবাবুকে টিকিটও পাঠিয়েছিলেন সুব্রত৷ আজও সেই দিনটা মনে আছে বামফ্রন্ট চেয়ারম্যানের। বিমান বলেন, “তখন আমরা ছাত্রনেতা। তখন ৩০ দিন ধরে যাত্রা উৎসব হত। এখনও মনে আছে, আমি তখন এসএফআইয়ের নেতা। যাত্রা দেখতে যাওয়ার জন্য আমাকে একটা টিকিট পাঠিয়েছিলেন সুব্রত।”
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × three =