কলকাতা: বাংলার বিধানসভা নির্বাচনে বিজেপি হেরে যাওয়ার পর অনেক ইস্যু নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে যার মধ্যে অন্যতম বঙ্গভঙ্গ। আলিপুরদুয়ারের বিজেপি সাংসদ এবং বর্তমান কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জন বার্লা উত্তরবঙ্গ ভাগের দাবি তুলেছিলেন। তিনি দাবি করেছিলেন যে, উত্তরবঙ্গের উন্নয়ন করেনি রাজ্য সরকার তাই সেখানকার মানুষের উন্নয়নের স্বার্থে উত্তরবঙ্গকে আলাদা রাজ্য হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে। বিজেপির সাংসদের এই দাবির বিরুদ্ধে চরম ভাবে প্রতিবাদ জানায় রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস সহ অন্যান্য বিরোধীরা। কড়া প্রতিবাদ জানান খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার এই নিয়ে প্রতিক্রিয়া দিলেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়।
এদিন কবি ভানু ভক্তর জন্মদিন উপলক্ষে এক অনুষ্ঠানে যোগ দিয়ে বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় বলেন, তিনি দেখতে পাচ্ছেন যে বিচ্ছিন্নতাবাদী শক্তি চেষ্টা করছে বাংলা ভাগের। উত্তরবঙ্গকে আলাদা করে দেবার চেষ্টা হচ্ছে। এই প্রেক্ষিতেই তিনি মন্তব্য করেন যে, দার্জিলিং বাংলার অঙ্গ এবং সেটা কোনও ভাবেই কেউ ভাগ করতে পারবে না। এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধানসভার চিফ হুইপ তথা বিজেপি বিধায়ক মনোজ টিজ্ঞা। তিনি এই বিষয়ে মন্তব্য করে বলেন, বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় যা বলেছেন সেটা তাঁর মতামত। স্বাধীন দেশে সকলেই নিজের মত করে মতামত প্রকাশ করতে পারেন। যদিও বঙ্গভঙ্গ ইস্যুতে আলাদা করে কিছু বলতে চাননি তিনি।
আরও পড়ুন- বুধে সোনিয়া গান্ধীর সঙ্গে মুখোমুখি বৈঠক, কংগ্রেসের দলনেতার পদ থেকে সরছেন অধীর?
বিজেপি সাংসদ জন বার্লার উত্তরবঙ্গ ভাগের মতো অন্য এক সাংসদ সৌমিত্র খাঁ জঙ্গলমহল ভাগের কথা বলেছিলেন। তিনিও দাবি করেছিলেন যে জঙ্গলমহলে রাজ্য সরকার কোন উন্নয়ন করেনি এবং সেখানকার মানুষের চাকরি এবং সার্বিক উন্নয়নের জন্য জঙ্গলমহলকে আলাদা রাজ্য হিসেবে ঘোষণা করা হোক। জানিয়ে বিজেপি রাজ্য নেতৃত্ব ভিন্ন বার্তা দিয়ে বিষয়টিকে লঘু করার চেষ্টা করে কিন্তু বিতর্ক এখনো বহাল রয়েছে।