দার্জিলিং: পঞ্চম দফায় ভোট হচ্ছে পাহাড়ে৷ এদিন সকাল সকাল পোলিং বুথে গিয়ে সস্ত্রীক ভোট দেন গোর্খা জনমুক্তি মোর্চা প্রাধন বিমল গুরুং৷ বিজেপি’র সঙ্গে বিচ্ছেদ ঘটিয়ে একুশের ভোটে তিনি জোট বেঁধেছেন তৃণমূল কংগ্রেসের সঙ্গে৷
আরও পড়ুন- রণক্ষেত্র সল্টলেক! কী বললেন দুই প্রার্থী সব্যসাচী ও সুজিত?
এদিন গুরুং বলেন, আমরা গত ১৫ বছর বিজেপি’কে সমর্থন করেছি৷ কিন্তু ওঁরা আমাদের গোর্খা জাতির জন্য কী কাজ করেছেন? নরেন্দ্র মোদী আমাদের আশ্বস্ত করেছিলেন৷ সাড়ে ছয়-সাত বছর আগে তিনি আমাদের প্রতিশ্রুতি দিয়েছিলেন৷ কিন্তু তা এখনও পূরণ হয়নি৷ তাঁর কথায়, বাংলায় বিজেপি’র প্রতি মানুষের সমর্থন নেই৷ গ্রাউন্ড জিরোতে বিজেপি’র কোনও প্রভাব নেই৷ বিজেপি সরকার গড়তে পারবে না৷ এই ভাবে হিংসা, ভাঙচুর, গোলাগুলি করে রাজনীতি করা সম্ভব নয়৷ রাজনীতি সহজ, সরল হওয়া উচিত৷
আরও পড়ুন- ফের কেন্দ্রীয় বাহিনীকে ঘিরে বিক্ষোভ স্থানীয় মহিলাদের, অশান্ত শান্তিপুর
প্রসঙ্গত, দীর্ঘ দিন বিজেপি’র ছত্রছায়ায় থাকার পর আকস্মিক ভাবেই আত্মপ্রকাশ করেন গুরুং৷ ২০১৭ সাল থেকে অজ্ঞাতবাসে থাকা গুরুং সরাসরি সমর্থন জানান মমতা বন্দ্যোপাধ্যায়কে৷ প্রার্থী তালিকা ঘোষণার দিন তৃণমূল সুপ্রিমোকে বলতে শোনা গিয়েছিল, পাহাড়ের তিনটি আসন থেকে লড়বেন আমাদের ‘বন্ধুরা’। তবে একজোট হয়ে প্রচার চালাননি তাঁরা৷ গুরুং বলেছিলেন, সমর্থন থাকলেও যে যার মতো করেই প্রচার চালাবেন৷