GST-সহ বিল চেয়ে পানশালায় মার খেলেন প্রৌঢ়

কলকাতা: পানশালায় এক প্রৌঢ় এবং তাঁর দুই বন্ধুকে বেধড়ক মারধর করার অভিযোগ উঠল সেখানকার কর্তৃপক্ষের বিরুদ্ধে। রবিবার সন্ধ্যায় ওয়াটগঞ্জ থানায় বিদ্যাসাগর সরণির বাসিন্দা সুনীল তালরেজা নামে ওই প্রৌঢ় অভিযোগ দায়ের করেছেন। পুলিশের কাছে অভিযোগ, ওই প্রৌঢ় তাঁর দুই বন্ধুর সঙ্গে সার্কুলার গার্ডেনরিচ রোডের একটি পানশালায় মদ খেতে আসেন। মদ্যপানের পর তিনি যখন টাকা দিতে যান,

GST-সহ বিল চেয়ে পানশালায় মার খেলেন প্রৌঢ়

কলকাতা: পানশালায় এক প্রৌঢ় এবং তাঁর দুই বন্ধুকে বেধড়ক মারধর করার অভিযোগ উঠল সেখানকার কর্তৃপক্ষের বিরুদ্ধে। রবিবার সন্ধ্যায় ওয়াটগঞ্জ থানায় বিদ্যাসাগর সরণির বাসিন্দা সুনীল তালরেজা নামে ওই প্রৌঢ় অভিযোগ দায়ের করেছেন।

পুলিশের কাছে অভিযোগ, ওই প্রৌঢ় তাঁর দুই বন্ধুর সঙ্গে সার্কুলার গার্ডেনরিচ রোডের একটি পানশালায় মদ খেতে আসেন। মদ্যপানের পর তিনি যখন টাকা দিতে যান, তখন তাঁকে বিল না দিয়ে একটি সাদা কাগজে লিখে দেওয়া হয়। তিনি তাঁর প্রতিবাদ করেন। বলেন, জিএসটি নম্বর সহ যে বিল হয়, তা দিয়ে হবে। কিন্তু পানশালার কর্মীরা তাতে রাজি হননি। এ নিয়ে তাঁর সঙ্গে তাঁদের বচসা শুরু হয়ে যায়। নিজ অবস্থানে অনড় থেকে ওই প্রৌঢ় বলেন, জিএসটি নম্বর থাকা বিল না দিলে তিনি টাকা দেবেন না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

14 − 7 =