কলকাতা: ভিড়ে ঠাসা রাস্তা৷ তীব্র যামজট৷ তার মাঝে সঙ্কটাপন্ন রোগী নিয়ে আটকে অ্যাম্বুলেন্স৷ দীর্ঘক্ষণ পথে আটকে তখন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে রোগী। ক্রমাগত সাইরেনের শব্দ, নীল বাতি দেখেও পথ ছাড়ার উপায় নেই৷ সামনের গাড়ির চাকা যে থমকে৷ শহর কলকাতা বা শহরতলির পথেঘাটে এমন দৃশ্য আকছার৷ ভিড় কাটিয়ে শেষ পর্যন্ত কেউ প্রাণ নিয়ে পৌঁছতে পারেন হাসপাতালে। কেউ আবার বিনা চিকিৎসায় প্রাণ হারান পথেই। এই ধরনের অনাকাঙ্খিত পরিস্থিতি এড়াতে এবার উদ্যোগী রাজ্য স্বাস্থ্যদফতর। এক্ষেত্রে তাদের অস্ত্র বাইক অ্যাম্বুলেন্স। পথের বাধা এড়িয়ে ফাঁক গলে কিংবা গলি পথে যতটা সম্ভব দ্রুত সম্ভব দু’চাকা বা তিন চাকার এই বিশেষ যান রোগীকে পৌঁছে দেবে চিকিৎসা কেন্দ্রে।
শুধুমাত্র শহরাঞ্চলেই নয়, এই প্রকল্পের সুবিধা পাবেন গ্রামাঞ্চলের মানুষও। প্রত্যন্ত গ্রামে অসুস্থ কোনও ব্যক্তিকে মাঠ-ঘাট, আলপথ, খালের উপর বাঁশের সাঁকো পেরিয়ে দ্রুত স্বাস্থ্যকেন্দ্রে পৌঁছে দিতে অত্যন্ত কার্যকর হতে পারে এই বাইক অ্যাম্বুলেন্স। ঝোপঝাড়ে কোনও কৃষককে সাপে কাটলে বা রাতবিরেতে অসুস্থ হয়ে পড়া কোনও সন্তানসম্ভবা বধূকে হাসপাতালে নিয়ে যেতে হলে বাইক অ্যাম্বুলেন্স ভরসার জায়গা তৈরি করতে পারে বলেই মনে করছেন স্বাস্থ্যকর্তারা। স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ইতিমধ্যেই এই পরিকল্পনা চূড়ান্ত করার নির্দেশ দিয়েছেন। সেই মতো স্বাস্থ্যদফর তাদের পরিবহণ শাখাকে প্রথম ধাপে ১০টি বাইক অ্যাম্বুলেন্স চালু করার নির্দেশ দিয়েছে৷