Aajbikel

আশ্রয়হীনদের 'আশ্রয়' দেওয়ার প্রয়াস, বিজয়া সম্মেলনীর আয়োজন

 | 
pp

অশোকনগর: তারা আশ্রয়হীন। তাদের কথা ভাবার মতো লোক কোথায়? এমন ভাবনা আসতেই পারে। কিন্তু না। অশোকনগরের রবীন্দ্র নিকেতনের ওই মানুষগুলোর জন্য ভাবার মানুষ আছে। অশোকনগর বৈশাখী সাংস্কৃতিক সংস্থা তেমনই। তারাই এবার বিজয়া সম্মেলনী অনুষ্ঠানের আয়োজন করে তাদের জন্য। 

এই সংস্থার সদস্যরা যুব সমাজের প্রতিনিধি, তারাই উপস্থিত থেকে অনুষ্ঠানটিকে সফল করে তোলে। সংস্থার নবাগত সদস্যরা সঙ্গীত পরিবেশন করে অনুষ্ঠানের গুরুত্ব বাড়ায়। এছাড়া কোষাধ্যক্ষ সুজয় কর্মকার নিজে রবীন্দ্র নিকেতনে আবাসিকদের সামনে আবৃত্তি পরিবেশন করেন।

p

সংস্থার অন্য এক সদস্য দেবাশীষ মজুমদার বলেন, সমাজের প্রয়োজনে তারা বরাবরই একটু অন্যরকম কর্মকান্ড করে থাকেন। এই সমস্ত মানুষের জন্য তারা সামর্থ্য অনুযায়ী পাশে থাকতে চান। আগামী দিনে কোনও রকম সমস্যা হলে অবশ্যই পাশে থাকার চেষ্টা করবেন বলেও জানান। 

ppp

Around The Web

Trending News

You May like