বাংলায় ফের বড়সড় কেলেঙ্কারি! CAG-কে দিয়ে অডিট করার নির্দেশ হাইকোর্টের

বাংলায় ফের বড়সড় কেলেঙ্কারি! CAG-কে দিয়ে অডিট করার নির্দেশ হাইকোর্টের

কলকাতা: মালদহের হরিশচন্দ্র পুর ও মুর্শিদাবাদের বন্যায় ক্ষতিগ্রস্থদের ক্ষতিপূরণে দেওয়া কেন্দ্রীয় প্রকল্পের টাকা নয়ছয়ের অভিযোগে আগেই পূর্ববর্তী প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ কঠোর ব্যবস্থা নেওয়ার উদ্যোগ গ্রহণ করেছিল।

আজ ওই মামলার শুনানির শেষে বর্তমান প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ও বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ নির্দেশ দেয় CAG কে অডিট করতে হবে। আদালত সূত্রের খবর: রাজ্যের ক্যাগ অডিট করবে। তাতে নজরদারি করতে হবে কেন্দ্রকে। এই বিষয়ে রাজ্যকে সবরকম সহযোগিতা করতে হবে। আগামী বছরের ১৪ ফেব্রুয়ারি হাইকোর্টে সেই রিপোর্ট জমা দিতে হবে।

জানা গিয়েছে, ২০১৭ সালে মালদহ, মুর্শিদাবাদের একাংশে ভয়বহ বন্যা হয়েছিল। ভেসে গিয়েছিল গ্রামের পর গ্রাম৷ বানভাসি মানুষদের জন্য ত্রাণের বন্দোবস্ত করেছিল রাজ্য৷ অভিযোগ, ত্রাণ বিলির ক্ষেত্রে ব্যাপক কারচুপি করা হয়েছিল৷ নির্দিষ্ট কয়েকটি অ্যাকাউন্টে বারংবার টাকা জমা হচ্ছিল৷ ফলে প্রকৃত ভুক্তভোগীরা টাকা পাননি বলে অভিযোগ৷

তারই জেরে সেসময় কলকাতা হাইকোর্টে দায়ের হয়েছিল মামলা৷ ওই মামলাতেই সোমবার আদালত জানিয়ে দিয়েছে, কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অব ইন্ডিয়া বা ক্যাগকে দিয়ে তদন্ত করাতে হবে৷ রাজ্যের তরফে তদন্তে হলেও সহযোগিতা করবে কেন্দ্র। তাদের তত্ত্বাবধানেই এগবে তদন্ত। এদিন কলকাতা হাইকোর্টের এহেন নির্দেশের জেরে এলাকায় তৈরি হয়েছে তীব্র রাজনৈতিক উত্তেজনা৷ বিজেপির তরফে টিপ্পনি কেটে বলা হচ্ছে, পাপ নিজের বাপকেও ছাড়ে না৷ তারই প্রমাণ এই ঘটনা৷ যদিও এবিষয়ে স্থানীয় তৃণমূল নেতৃত্বের কোনও প্রতিক্রিয়া মেলেনি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nineteen − 13 =