করোনায় মৃত রোগীর অস্থি পাবে পরিবার, মিলবে শেষ দেখার সুযোগ

করোনায় মৃত রোগীর অস্থি পাবে পরিবার, মিলবে শেষ দেখার সুযোগ

কলকাতা: নিজের মানুষকে বিদায় জানাতে গেলে বাধ মানেন চোখের জল৷ বুক ফাটা যন্ত্রণা৷ কিন্তু, করোনা আবহে শেষ বিদায় জানানো এখন প্রশ্নের মুখে৷ কোভিড-১৯ এর ছায়ায় বিশ্বব্যাপী কার্যত চলছে মৃত্যুমিছিল৷ দেহ বিশেষ প্ল্যাস্টিকে মুড়ে সৎকার করছে সরকারের নিযুক্ত স্বাস্থ্যকর্মীরা৷ তাতে শেষ দেখা হচ্ছে না, নিজেরা দাঁড়িয়ে থেকে সৎকারও করতে পারছে না পরিবার৷ কিন্তু এবার বাংলার বুকে শুরু হচ্ছে ভিন্ন ছবি৷ সেই ছবিকে আর একটু এগিয়ে দিল কলকাতা পুরনিগম কর্তৃপক্ষ৷

রাজ্য সরকার ইতিমধ্যেই নোটিস দিয়ে জানিয়ে দিয়েছে, এবার থেকে করোনায় মৃত রোগীর দেহ ঢাকতে হবে ট্রান্সপ্লারেন্ট শিট দেওয়া হবে৷ যাতে বাইরে থেকে মুখ দেখা যায়৷ এমনকী মৃত ব্যক্তির পরিজনেরা যাতে শেষকৃত্যের ধর্মীয় ও সামাজিক আচার পালন করতে পারেন, তার জন্য তাঁদের আলাদা করে সময় দেওয়ার কথাও জানানো হয়েছে৷ তবে, কারোর হাতে দেহ তুলে দেওয়া হবে না, এই নিয়মও জারি থাকছে৷

কলকাতা পুরনিগম কর্তৃপক্ষ এবার আরও এক কদম এগিয়ে জানিয়েছে,  হিন্দুদের ক্ষেত্রে দেহ দাহের পরে চিতাভষ্ম পরিবারের লোকদের হাতে তুলে দেবে৷ তাতে নাভি বা অস্থি না থাকলেও ছাই থাকবে৷ যা মৃতের পরিবারের তাঁদের পছন্দের মতো জায়গায় গিয়ে নদীতে বা জলাশয়ে বিসর্জন দিতে পারবেন৷ সেই সঙ্গে এতদিন করোনায় আক্রান্ত রোগীদের মারা যাওয়ার পর তাঁদের ডেথ সার্টিফিকেট সংগ্রহ করতে পারছিলেন না মৃত ব্যক্তির নিকটজনেরা৷ এবার সেই সমস্যারও সমাধান করতে চলেছে পুরনিগম কর্তৃপক্ষ৷ জানা গিয়েছে, পুরনিগমের স্বাস্থ্য বিভাগ থেকে এই সার্টিফিকেট ইস্যু করা হবে৷ পুরনিগমের মূল যে স্বাস্থ্য বিভাগের কার্যালয় রয়েছে, সেখান থেকেই এই সার্টিফিকেট ইস্যু করা হবে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *