বন্ধ অফিস, লোকাল ট্রেন-মেট্রো, বাস! জরুরি পরিষেবা ছাড়া

বন্ধ অফিস, লোকাল ট্রেন-মেট্রো, বাস! জরুরি পরিষেবা ছাড়া

কলকাতা:  রাজ্যে করোনা সংক্রমনের ঊর্ধ্বগতির প্রেক্ষিতে সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে রাজ্য সরকার৷ আগামিকাল থেকে রাজ্যে দুই সপ্তাহের জন্য কার্যত লকডাউন ঘোষণা করা হয়েছে৷ মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় আজ নবান্ন থেকে এক ভার্চুয়ালি সাংবাদিক বৈঠকে বলেন, জরুরি পরিষেবা ছাড়া সব সরকারি-বেসরকারি অফিস বন্ধ থাকবে৷

জানানো হয়েছে, মেট্রো এবং লোকাল ট্রেনের পাশাপাশি অটো, ট্যাক্সি চলাচল বন্ধ থাকবে৷ ব্যাঙ্কের সকাল ১০টা থেকে দুপুর ২টো পর্যন্ত খোলা থাকবে৷  সবধরনের জমায়েতের উপরে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে৷ পাশাপাশি জরুরি ক্ষেত্র ছাড়া রাত ন’টা থেকে পরের দিন সকাল ছয়টা পর্যন্ত সব ধরনের যান চলাচল বন্ধ থাকবে৷ নিয়ম না মানলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি স্পষ্ট জানিয়েছেন৷ ৩০ মে পর্যন্ত এই নিয়ম জারি থাকবে৷ ওষুধ-সহ জরুরি ও নিত্যপ্রয়োজনীয় জিনিসের দোকান শর্তসাপেক্ষে খোলা থাকবে বলে নবান্নের তরফে জানানো হয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × 3 =