বিশ্বভারতীর তিনটি ফোন নিয়ে ‘পলাতক’ প্রাক্তন উপাচার্য বিদ্যুৎ! বেতন থেকে কাটা গেল টাকা

বিশ্বভারতীর তিনটি ফোন নিয়ে ‘পলাতক’ প্রাক্তন উপাচার্য বিদ্যুৎ! বেতন থেকে কাটা গেল টাকা

শান্তিনিকেতন: ফের বিতর্কের শিরোনামে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী৷ তাঁর বিরুদ্ধে এবার অভিযোগ, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তিনটি মোবাইল ফোন ফেরত না দিয়েই বিশ্ববিদ্যালয় ছেড়েছেন তিনি। ক্ষতিপূরণ বাবাদ কর্তৃপক্ষ তাঁর শেষ মাসের বেতন থেকে টাকা কেটে নিয়েছেন বলেই বিশ্বভারতী সূত্রে খবর৷ 

উপাচার্য পদে দায়িত্ব নেওয়ার সময় বিশ্ববিদ্যালয়ের তরফে বিদ্যুৎকে ব্যবহারের জন্য তিনটি ফোন দেওয়া হয়েছিল। গত বছরের ৮ নভেম্বর উপাচার্য হিসাবে বিদ্যুতের মেয়াদ ফুরোয়। নিয়ম অনুযায়ী, বিশ্ববিদ্যালয় ছাড়ার আগে ওই তিনটি ফোন ফেরত দেওয়ার কথা তাঁর। কিন্তু অভিযোগ, সেই ফোনগুলি ফেরত না দিয়েই চলে গিয়েছেন তিনি৷ এর জন্যে উপাচার্যের শেষ মাসের বেতন থেকে ৪৫ হাজার টাকা কেটে নেওয়া হয়েছে বলে বিশ্বভারতী সূত্রে খবর৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *