কলকাতা: বিধাননগরের ভুয়ো ভোটার৷ সিএফ ব্লকে উত্তেজনা। ওই ভুয়ো ভোটারকে দেখেই সন্দেহ হয়েছিল৷ প্রশ্ন করা হলে থতমত খেয়ে যায় সে৷ ঠিকঠাক উত্তর দিতে না পারায় হাতে নাতে ধরা পড়ে যায়৷ আর সেটা দেখেই লাইন থেকে একে একে বেরিয়ে যান জনা তিরিশেক লোক। এর পর বুথের বাইরে পাঁচিলের গা ঘেঁষে সরু গলি দিয়ে দৌড়ে পালায় তারা৷
আরও পড়ুন- তৃণমূল ও বিজেপি প্রার্থীর মধ্যে বুথেই ‘মারপিট’, তীব্র চাঞ্চল্য
তাদের পালাতে দেখেই এগিয়ে আসে সংবামাধ্যমের ক্যামেরা৷ আর ক্যামেরা দেখেই মুখ লোকানোর আপ্রাণ চেষ্টা শুরু করে ভুয়ো ভোটাররা৷ কেউ বলেন, ‘এখানে চা খেতে এসেছি’৷ কেউ আবার বলেন, ‘ভোট দেওয়া হয়ে গিয়েছে, চলে যাচ্ছি৷’ কিন্তু হাতের কালি কোথায়? তা আর দেখাতে পারেনি৷ এর পরেই সিএফ কমিউনিটি হলের মধ্যে জমায়েত করা ৩০ জন দৌঁড়ে পালান। বিধাননগরের ৩১ নম্বর ওয়ার্ডেও ভুয়ো ভোটারের অভিযোগ উঠেছে। অভিযোগ তুলেছেন বিজেপি প্রার্থী। ভুয়ো ভোটার দেখে সন্দেহ হতেই ধাওয়া করেন তিনি৷ এর পরেই পালিয়ে যায় সে৷ ছাপ্পা ভোটের অভিযোগে শরগরম হয়ে ওঠে সিএফ ব্লক চত্বর। বিধাননগরের দশদ্রোণ অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে সামনে জমায়েতের অভিযোগ ওঠে। এএইচ ব্লকেও ধরা পড়েছে ভুয়ো ভোটার৷ মধ্যমগ্রামের বাসিন্দা ভোট দিতে এসেছিলেন বিধাননগরে৷ সাংবাদিকের প্রশ্নের মুখে পড়তেই লাইন ছেড়ে বেড়িয়ে যান তিনি৷