শখে সেকেন্ড হ্যান্ড গাড়ি কেনাই কাল, দুর্ঘটনার কবলে ‘কাঁচা বাদাম’ খ্যাত ভুবন বাদ্যকর

শখে সেকেন্ড হ্যান্ড গাড়ি কেনাই কাল, দুর্ঘটনার কবলে ‘কাঁচা বাদাম’ খ্যাত ভুবন বাদ্যকর

37bcbd2de1156afa9f4c49cad460593f

সিউড়ি: ‘কাঁচা বাদাম’ গানে ভুবন খ্যাত ভুবন বাদ্যকর৷ সোশ্যাল মিডিয়ার দৌলতে রাতারাতি ভাইরাল বীরভূমের বাদাম কাকু৷ রাজ্য-দেশের গণ্ডি ছাড়িয়ে বিদেশেও জনপ্রিয় ‘কাঁচা বাদাম’৷ খ্যতি মেলার পর সম্প্রতি একটি সেকেন্ড হ্যান্ড চারচাকা গাড়িও কিনেছিলেন ভুবন৷ সেই গাড়ি চালানো শিখতে গিয়েই দুর্ঘটনার কবলে পড়লেন তিনি৷ আপাতত সিউড়ির একটি হাসপাতালে ভর্তি রয়েছেন। তবে তাঁর চোট গুরুতর নয় বলেই জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ৷ 

আরও পড়ুন- জট কাটিয়ে SSKM-এ শুরু আনিসের দ্বিতীয় ময়নাতদন্ত, কড়া নিরাপত্তা বলয়ে গোটা হাসপাতাল

গাড়ি চালানো শেখার সময় নিয়ন্ত্রণ হারিয়ে একটি দেওয়ালে ধাক্কা মারে তাঁর গাড়ি৷ বুকে এবং মুখে চোট পান ভুবন৷ বুকের এক্সরে করানো হয়েছে৷ দিন কয়েক আগেই ভুবন জানিয়েছিলেন বাদাম বিক্রি করা ছেড়ে গানেই মনোনিবেশ করবেন তিনি। এর মধ্যেই ইলমবাজারের গোধুলিবেলা মিউজিক কোম্পানির সঙ্গে কপিরাইট চুক্তি করেন ভুবন৷ উল্লেখ্য, তাঁর কাঁচা বাদাম গানটি আনুষ্ঠানিকভাবে প্রথম প্রকাশ করেছিল এই সংস্থাই। কপিরাইট চুক্তির পর মিউজিক সংস্থার পক্ষ থেকে ভুবনের হাতে দেড় লক্ষ টাকার চেকও তুলে দেওয়া হয়। সংস্থার পক্ষ থেকে বলা হয়েছে, আগামী দিনে বাকি দেড় লক্ষ টাকা ভুবনের হাতে তুলে দেওয়া হবে। ইতিমধ্যে দাদাগিড়ির মঞ্চও মাতিয়ে গিয়েছেন বাদাম কাকু। জানা গিয়েছে,  সেলিব্রিটি হওয়ার পর উপার্জিত টাকা দিয়েই ওই সেকেন্ড হ্যান্ড গাড়িটি কিনেছিলেন তিনি। 

অত্যন্ত দরিদ্র পরিবার৷ পেট বাঁচাতে গ্রামের পথে বাদাম বিক্রি করতেন ভুবন৷ সাইকেলের পিছনে বাদামের বস্তা চাপিয়ে ঘুরতেন গ্রামে গ্রামে৷ বাদাম বেঁচতে বেঁচতেই তৈরি করেন ‘কাঁচা বাদাম’৷ যা এখন ভুবন বিখ্যাত৷ তবে তিনি আর বাদাম বেঁচবেন না বলে জানিয়ে দিয়েছেন৷ বাদামকাকুর কথায়, ‘আমি এখন সেলিব্রিটি৷ এখন বাদাম বিক্রি করতে গেলে বাদাম বিক্রি হবে না৷ আর একবার যখন আপনাদের কাছে পৌঁছে গিয়েছি, তখন আশা করি আর বাদাম বেঁচতে হবে না৷’’