কলকাতা: ভাটপাড়া পুরসভার অনাস্থা মামলায় ফের কলকাতা হাইকোর্টে ধাক্কা খেল তৃণমূল৷ আজ সকালে ভাটপাড়া পুরসভা মামলার দ্রুত শুনানির আর্জি জানানো হয় তৃণমূলের তরফে৷ কিন্তু, তৃণমূলের সেই আর্জি ফিরিয়ে দিয়েছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ৷
সিঙ্গেল বেঞ্চের পর আজ সকালে ফের ডিভিশন বেঞ্চেও বড়সড় ধাক্কা তৃণমূলের৷ ভাটপাড়া পুরসভার অনাস্থা ভোট গতকাল খারিজ করে দেয় কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে৷ সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে মামলা দায়ের করে তৃণমূল৷
কিন্তু, গতকাল সিঙ্গেল বেঞ্চের নির্দেশ হাইকোর্টের ওয়েবসাইটে প্রকাশিত না হওয়ায় তৃণমূলের তরফে রায়ের কপি দাখিল করতে পারেনি৷ ফলে, রায়ের কপি না পাওয়া পর্যন্ত মামলার অনুমতি দেওয়া হবে না বলে সাফ জানিয়ে দিয়েছে কলকাতা হাইকোর্ট৷ অনুমতি না দিলে ডিভিশন বেঞ্চে যাওয়া যাবে না৷ সোমবার মামলা দায়েরের পরামর্শ দিয়েছে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ৷ ফলে, আজ ডিভিশন বেঞ্চে তৃণমূলের আবেদন গ্রহণ করেনি৷ বেঞ্চ সিঙ্গেল বেঞ্চে রায়ের কপি আপলোড না হওয়ায় সোমবার ফের মামলা দায়ের জন্য পরামর্শ দিয়েছে৷
গতকাল ভাটপাড়া পুরসভায় আস্থাভোটে ১৯-০ ভোটে জয়ী হয় তৃণমূল৷ এরপরই বিজেপির তরফে হাইকোর্টে দায়ের করা হয় মামলা৷ তৃণমূলের তরফে ১৯ জন কাউন্সিলর অনাস্থা ভোটে অংশ নেন৷ আস্থা ভোটে অংশ নেয়নি বিজেপির কোনও কাউন্সিলর৷ গতকাল সকালেই ভাটপাড়া পুরসভায় সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে পুরপ্রধান সৌরভ সিংকে অপসারণ করে তৃণমূল৷ ৩৫ আসনের পুরসভায় একটি মাত্র আসন রয়েছে সিপিএমের৷ ১৮ জন কাউন্সিলর রয়েছেন তৃণমূলে৷ এদিনের ভোটে বিজেপির কোনও কাউন্সিলর অংশ নেননি৷ ১৯-০ ভোটে ভাটপাড়া পুরসভা পুনর্দখল করে তৃণমূল৷ কিন্তু, অনাস্থা ভোটে পদ্ধতিগত ত্রুটি থাকার কারণ দেখিয়ে মামলা দায়ের করে বিজেপি৷ দীর্ঘ শুনানির পর হাইকোর্টের বিচারপতি অরিন্দম সিনহার পর্যবেক্ষণ, গত ২০ ডিসেম্বরে ভাটপাড়া পুরসভার চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনা বেআইনি৷ পুরআইন অনুযায়ী সমস্ত প্রক্রিয়া এগোবে৷ এরপর ডিভিশন বেঞ্চে যায় তৃণমূল৷