কেশপুর: ঘাটাল লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ভারতী ঘোষের গাড়ি ভাঙচুরের রিপোর্ট তলব করল কমিশন। প্রয়োজনীয় পদক্ষেপের নির্দেশ দেওয়া হয়েছে জেলা প্রশাসনকে। লোকসভা নির্বাচনের ষষ্ঠ দফায় রাজ্যে ৮টি আসনে ভোটগ্রহণ চলছে।
প্রধানত, রবিবারের ভোট জঙ্গলমহলে। তমলুক, কাঁথি, ঝাড়গ্রাম, মেদিনীপুর, ঘাটাল, পুরুলিয়া, বাঁকুড়া, বিষ্ণুপুরে নির্বাচন চলছে সকাল সাতট থেকে। ষষ্ঠ দফায় ৯৭ শতাংশ বুথে কেন্দ্রীয় বাহিনী রয়েছে। বাকি বুথের নিরাপত্তায় রাজ্য পুলিস। সকাল থেকে বিক্ষিপ্ত অশান্তির মধ্যে সকাল নটা পর্যন্ত গড়ে ভোট পড়েছে ১৬.৬৬%৷ তমলুকে ২০.৭৩%, কাঁথিতে ১২.০৫%, ঘাটালে ১৮.৫০%, ঝাড়গ্রামে ১৮.৪৯%, মেদিনীপুরে ১৬.০৫%, পুরুলিয়ায় ১৬.৯২%, বাঁকুড়ায় ১১.৬২%, বিষ্ণুপুরে ১৮.৮৯%।
এদিন সকালে কেশপুরের দোগাছিয়ায় ভারতীর গাড়িতে ভাঙচুর চালানোর অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। একটি বুথে ছাপ্পাভোট চলছে, এমনই অভিযোগ পেয়ে গিয়েছিলেন সেখানে গিয়েছিলেন ভারতী। তাঁকে দেখামাত্রই গ্রামবাসীরা তেড়ে আসেন। আচমকা তাঁর গাড়ি ঘিরে ধরে ইট, পাথর ছোড়া হয়। ভাঙচুর করা হয় বিজেপি প্রার্থীর গাড়ি। ভারতীর নিরাপত্তারক্ষীরা তাঁকে কোনও রকমে সেখান থেকে মুক্ত করে সরিয়ে নিয়ে যায়। গ্রামবাসীদের ছত্রভঙ্গ করতে কেন্দ্রীয় বাহিনী লাঠিচার্জ করে। গ্রামবাসীদের ইটের ঘায়ে ভারতীর এক নিরাপত্তারক্ষীর মাথা ফেটে যায়৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শূন্যে পাঁচ রাউন্ড গুলি ভারতীর দেহরক্ষীদের৷ নিরাপত্তারীদের ছোঁড়া গুলিতে জখম এক ভোটার৷ এমনটাই অভিযোগ তৃণমূলের৷