Aajbikel

'INDIA'-কে পশ্চিমবঙ্গে সমর্থন, কারণ ব্যাখ্যা করল 'ভারত জোড়ো অভিযান'

 | 
pic

কলকাতা: ভারত জোড়ো অভিযান ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্ব বিজেপি বিরোধী জোট 'INDIA'-কে পশ্চিমবঙ্গে স্বাগত ও সমর্থন জানাল। একই সঙ্গে, বিজেপি ভারতের সাংবিধানিক ও গণতান্ত্রিক কাঠামোর ওপর লাগাতার আক্রমণের তীব্র নিন্দা জানিয়েছে। সংগঠনের পশ্চিমবঙ্গ নেতৃত্ব বলেন যে, দেশের মানুষের রুজি, রোজগার, মৌলিক অধিকার, শান্তি, সদভাব ও ভবিষ্যৎ রক্ষার জন্য বিজেপিকে আগামী লোকসভা ভোটে পরাজিত করতে INDIA জোটের ভূমিকা অপরিহার্য। তাই বিজেপিকে পরাজিত করার লক্ষ্য নিয়ে সংগঠিত হয়েছে সিভিল সোসাইটি আন্দোলনের উদ্যোগে ‘ভারত জোড়ো অভিযান’।

তারা এদিন জানিয়েছে, বিজেপিকে পরাজিত করতে প্রায় সমস্ত অবিজেপি শক্তিকে ঐক্যবদ্ধ করে যে INDIA জোট গড়ে উঠেছে, ভারত জোড়ো অভিযান তাকে আন্তরিকভাবেই স্বাগত জানায় এবং আশা করে রাজ্যে রাজ্যে অচিরেই এর সুসংহত সাংগঠনিক রূপ বাস্তবায়িত করা যাবে এবং দ্রুত সমন্বয় গড়ে মোদী সরকারের সমস্ত জনবিরোধী কার্যকলাপের বিরুদ্ধে পথে নেমে লাগাতার আন্দোলনের মধ্য দিয়ে বিজেপিকে পরাস্ত করা সম্ভব হবে। 

বক্তারা এও বলেন যে, এটা মনে রাখতে হবে দেশের ঐতিহ্য, সংস্কৃতি, যুক্তরাষ্ট্রীয় কাঠামোর চূড়ান্ত বিরোধী, চরম দুর্নীতিগ্রস্থ বিজেপি সমস্ত বিরোধী স্বরকে অবরুদ্ধ করতে ইডি, সিবিআই এনআইএ ও আয়কর দফতরকে দলীয় বাহিনীতে পরিণত করেছে। বিভিন্ন কেন্দ্রীয় আয়োগ ও বিচার ব্যবস্থাকেও করায়ত্ত করার চেষ্টা চলছে। এমনকি মাননীয় রাজ্যপালের পদকেও অপব্যবহার করে অবিজেপি দল শাসিত রাজ্য সরকারগুলির কাজে হস্তক্ষেপ ও সাংবিধানিক রীতিনীতিগুলি উলঙ্ঘন চলেছে, যা কখনই মেনে নেওয়া যায় না। তাদের কথায়, বিজেপি শুধু ধর্মীয় সংখ্যালঘু মানুষই নয়, শ্রমিক, কৃষক, দলিত, আদিবাসী, মহিলা ও পূর্বাঞ্চল-সহ দেশের সমস্ত বৈচিত্র্যকে বিপন্ন করে আসলে গোটা দেশটাকেই বিপন্ন করছে। তাই গণতন্ত্র, ধর্ম নিরপেক্ষতা, শান্তির পরিবেশ এবং সর্বোপরি দেশের সংবিধানকে রক্ষা করতেই তারা এই সমর্থন করছেন। 

Around The Web

Trending News

You May like