লাগাতার বৃষ্টির জেরে ভাঙন শুরু ভাগীরথীর! আতঙ্কে বাসিন্দারা

লাগাতার বৃষ্টির জেরে ভাঙন শুরু ভাগীরথীর! আতঙ্কে বাসিন্দারা

শান্তিপুর: ভারী নিম্নচাপ এর ফলে আবারও ভাগীরথী নদীর তীরবর্তী বেশ কিছু এলাকায় ফাটল৷ আতঙ্কে নদী তীরবর্তী এলাকার সাধারণ মানুষ।

গত কয়েকদিন ধরেই ভারী নিম্নচাপ এর ফলে অতি ভারী বৃষ্টি শুরু হয় শান্তিপুরে। যার কারণেই ভাগীরথী নদীতে জলোচ্ছ্বাস বাড়ে৷ জলোচ্ছ্বাস বাড়ার কারণে শান্তিপুরের বিভিন্ন এলাকার ভাগীরথী নদী তীরবর্তী নদী পাড় গুলিতে ফাটল দেখা দেয়। স্থানীয়দের দাবি যেভাবে ফাটল শুরু হয়েছে যখন তখন ভয়াবহ ভাঙন শুরু হতে পারে। এর আগেও একাধিকবার নদী ভাঙনের জেরে ঘরছাড়া হয়েছে বহু পরিবার।

গ্রামবাসীদের অভিযোগ, আবারও যদি নতুন করে ভাঙন শুরু হয় তাহলে ভাগীরথী নদীর তীরবর্তী এলাকার বেশ কয়েকটি গ্রাম জলমগ্ন হয়ে যেতে পারে। গ্রামবাসীদের দাবি, অবিলম্বে নদী পার গুলি পাকাপোক্তভাবে বানানোর ব্যবস্থা করুক প্রশাসন৷ না হলে ভিটে বাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিতে হবে। বেশকিছু স্থানীয় মানুষের অভিযোগ প্রশাসনিকস্তরে একাধিকবার জানানো সত্ত্বেও কোনো কাজ হয়নি। মাঝেমধ্যে বালির বস্তা ফেলে নদী পাড় বাঁধানো কাজ শুরু হয় পরে আর কারোর দেখা মেলে না। এর আগেও এই নদী ভাঙনের জেরে ধৈর্যচ্যুত হয়ে পথ অবরোধ করেছিলেন গ্রামবাসীরা।

স্বভাবতই নদী তীরবর্তী এলাকায় আবারো ফাটল দেখা দেওয়াতে রীতিমতো নতুন করে আতঙ্কের দানা বেঁধেছে গ্রামবাসীদের মধ্যে। যদিও প্রশাসনের তরফে জানানো হয়েছে, পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে৷ একই সঙ্গে নজর রাখা হচ্ছে সমগ্র পরিস্থিতির দিকে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

19 − one =