ত্রাণ ও ক্ষতিপূরণের দাবিতে জাতীয় সড়ক অবরোধ বানভাসী জনতার

ত্রাণ ও ক্ষতিপূরণের দাবিতে জাতীয় সড়ক অবরোধ বানভাসী জনতার

ভগবানপুর: পটাশপুরে কেলেঘাই নদী বাঁধ ভেঙে বিস্তীর্ণ এলাকা প্লাবিত। ভগবানপুর ২ ব্লকের একাধিক এলাকায় এখনও জলমগ্ন। বন্যাদুর্গতদের ত্রাণ ও ক্ষতিপূরণ সহ একাধিক দাবিতে সোমবার সকালে দিঘা নন্দকুমার ১১৬ বি জাতীয় সড়কে বাজকুল রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালেন কয়েকশো বানভাসী মানুষ।

এদিন সকালে ভগবানপুর ১ ও ২ ব্লক , চণ্ডীপুর ব্লকের কয়েকশো মানুষ জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান। বিক্ষোভের জেরে জাতীয় সড়ক অবরুদ্ধ হয়ে পড়ে। রাস্তার উপর দাঁড়িয়ে পড়ে একাধিক পণ্যবাহী লরি ও যাত্রীবাহী বাস‌। খবর পেয়ে ঘটনাস্থলে আসে ভগবানপুর ও ভুপতিনগর থানার বিশাল পুলিশ বাহিনী। বানভাসীদের অভিযোগ, তাঁরা কোনওমতেই পানীয় জল ও খাওয়ার ঠিক মতোন পাচ্ছেন না। ফসলের ক্ষতিপূরণ এখনও পাননি।

বানভাসী রমলা দিগার, প্রিয়া খাটুয়ারা বলেন, “প্রায় একমাস অতিক্রান্ত৷ এখনও একাধিক এলাকা জলমগ্ন অবস্থায় রয়েছে। প্রশাসনের তরফ থেকে কোনও ব্যবস্থা গ্রহণ করা হয়নি। আমরা না খেয়ে রয়েছি৷ খাবার তো দূরে থাক নূন্যতম খাবার জল পর্যন্ত পাচ্ছি না৷ নোংরা জল খেয়ে থাকতে হচ্ছে৷ এভাবে কি বেঁচে থাকা যায়?’’ তাঁদের অভিযোগ, বারংবার বলেও সমস্যার সুরাহা না হওয়ায় বাধ্য হয়েই প্রশাসনের টনক নড়াতে পথ অবরোধের সিদ্ধান্ত  নিয়েছেন তাঁরা৷

পুলিশ প্রশাসনের আশ্বাসেও বসিন্দারা অবরোধ হঠাতে চাননি৷ পরে স্থানীয় জন প্রতিনিধিরা আসেন৷ এরপরই সকলের আশ্বাস পেয়ে অবরোধ তুলে নেন ,তাঁরা৷ তবে দ্রুত সমস্যার সমাধান না হলে ফের বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দেন তাঁরা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × 4 =