Aajbikel

রয়েছে একাধিক দাবি, উত্তরবঙ্গ সম্মেলনের ডাক দিল গ্র্যাজুয়েট শিক্ষক সংগঠন

 | 
protest

কলকাতা: দীর্ঘদিন ধরে টিজিটি স্কেল সহ বিভিন্ন দাবি নিয়ে আদালত ও রাস্তায় নেমে আন্দোলন করছে গ্র্যাজুয়েট শিক্ষকদের একমাত্র সংগঠন বৃহত্তর গ্র্যাজুয়েট টিচার্স অ্যাসোসিয়েশন (BGTA)। এবার তারা উত্তরবঙ্গ সম্মেলনের ডাক দিল। দীর্ঘ ২ বছর কোভিড পরিস্থিতির জন্য রাস্তায় নেমে আন্দোলন করা যায়নি। তাই এবার পুনরায় সেই আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে তারা। 

টিজিটি স্কেল সম্পর্কিত মামলা সুপ্রিম কোর্ট হয়ে পুনরায় কলকাতা হাইকোর্টে চলে এসেছে। যার শুনানি হবে শীঘ্রই। এই প্রসঙ্গে, বিজিটিএ-র রাজ্য সম্পাদক সৌরেন ভট্টাচার্য বলেন, বিজিটিএ গ্র্যাজুয়েট টিচারদের একটা রক্ষাকবচ। তারা টিজিটি স্কেলের দাবির পাশাপাশি অন্যান্য সমস্যার সমাধানের জন্যও সর্বদা শিক্ষকদের পাশে আছেন। আর এও জানান, আগামী ২১ মে উত্তর বঙ্গ সম্মেলনের ডাক দেওয়া হয়েছে। ধুবগুড়ি হাই স্কুলে অনুষ্ঠিত হবে এই সম্মেলন। সেখানে উপস্থিত থাকবেন রাজ্য সভাপতি ধ্রুবপদ ঘোষাল , রাজ্য সম্পাদক সৌরেন ভট্টাচর্য্য সহ রাজ্য কমিটির অন্যান্য সদস্যবৃন্দ। 

এই সংগঠন পুনরায় রাস্তায় নেমে আন্দোলনের জন্য একেবারে ব্লক স্তর থেকে সংগঠনকে সাজিয়ে নেওয়ার কাজ করছে। উল্লেখ্য, সংগ্রামী যৌথ মঞ্চের ডিএ আন্দোলনের সঙ্গেও এই সংগঠন ওতপ্রোতভাবে জড়িত। টিজিটি স্কেল, CAS, WBHS সহ একাধিক দাবি নিয়ে একক ভাবে শীঘ্রই রাস্তায় নামবে তারা।

Around The Web

Trending News

You May like