আদালতের রায়ের পরেও হয়নি সুরাহা, বেতন বৈষম্য দূর করার দাবিতে ধর্ণায় বসলেন গ্র্যাজুয়েট শিক্ষকরা

আদালতের রায়ের পরেও হয়নি সুরাহা, বেতন বৈষম্য দূর করার দাবিতে ধর্ণায় বসলেন গ্র্যাজুয়েট শিক্ষকরা

c00cd6428b910ba9d653d9401eefdcc3

কলকাতা: আদালতের রায়ের পরেও বেতন বঞ্চনার কোনও সুরাহা হচ্ছে না। যার জেরে ধর্ণায় বসলেন গ্রাজুয়েট স্কুল শিক্ষকরা৷ আন্দোলনকারী শিক্ষকদের ২৫ ডিসেম্বর পর্যন্ত চলবে এই ধর্ণা অবস্থান৷ তাঁদের ন্যায্য দাবি মানা না হলে পরবর্তীতে বৃহত্তর আন্দোলন করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা। বৃহত্তর গ্রাজুয়েট টিচার্স এসোসিয়েশনের ডাকে এই ধর্ণা।  দাবি না মিটলে আমরণ অনশনে যাওয়া হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে। বিকাশ ভবনের সামনে ধর্ণায় বসেছে রাজ্যের গ্র্যাজুয়েট শিক্ষকেরা৷

কিন্তু ঠিক কি দাবি শিক্ষকদের? শিক্ষকদের বক্তব্য অনুযায়ী, বর্তমানে রাজ্য জুড়ে ১ লক্ষ ১০ হাজার গ্র্যাজুয়েট শিক্ষক আছেন। যাঁদেরকে রাজ্যে পাস স্কেলের তকমা দেওয়া হয়। বর্তমানে গ্র্যাজুয়েট শিক্ষকদের সঙ্গে পোস্ট গ্র্যাজুয়েট শিক্ষকদের বেতনের বৈষম্য প্রায় ১০,০০০ টাকা। কিন্তু কেন্দ্রীয় স্তরে এই ফারাক মাত্র ২,৭০০ টাকা। শিক্ষকদের দাবি, এই বেতন বৈষম্য দূর করে বেতনের ফারাক কমানো হোক।

আদালতের অনুমতিক্রমে এই ধর্ণার আয়োজন করা হয়েছে। শিক্ষকদের দাবি, শিক্ষামন্ত্রী একাধিকবার এই ব্যাপারে আশ্বাস দিলেও এখনও এ বিষয়ে কোনও উদ্যোগ নেননি। উল্টে হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে গিয়েছে রাজ্য। যার জেরে তাঁদের ন্যায্য দাবি মানা না হলে পরবর্তীতে বৃহত্তর আন্দোলন করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *