TGT স্কেল সহ একগুচ্ছ দাবি, বিকাশ ভবন অভিযানের ডাক BGTA-র

কলকাতা: আগামী ২৯শে জুলাই 2024 BGTA এর ডেপুটেশন নেওয়ার জন্য শিক্ষা মন্ত্রী, শিক্ষা সচিব এবং বিদ্যালয় শিক্ষা কমিশনারকে আবেদন করা হল। আদালতের মাধ্যমে মিছিল এবং…

কলকাতা: আগামী ২৯শে জুলাই 2024 BGTA এর ডেপুটেশন নেওয়ার জন্য শিক্ষা মন্ত্রী, শিক্ষা সচিব এবং বিদ্যালয় শিক্ষা কমিশনারকে আবেদন করা হল। আদালতের মাধ্যমে মিছিল এবং সভা করার অনুমতি নিয়ে ২৯ তারিখ বিকাশ ভবনের কাছে Y চ্যানেলে সভায় রাজ্যের সর্বস্তরের শিক্ষক শিক্ষিকা ও শিক্ষা কর্মীগণ যোগদান করুন।

তাদের দাবি :

১) সর্বভারতীয় স্তরের সঙ্গে সামঞ্জস্য রেখে পশ্চিমবঙ্গে 2006 সাল থেকে গ্রাজুয়েট শিক্ষকদের TGT Scale দিয়ে বেতন কাঠামো সংশোধন করতে হবে।

২) সরকারি বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষা কর্মীদের সমহারে সরকার পোষিত বিদ্যালয়ের শিক্ষক শিক্ষাকর্মীদের CAS বেনিফিট ও WBHS এর সুযোগ দিতে হবে৷

৩) গ্রাজুয়েট শিক্ষকদের পোস্ট গ্রাজুয়েট Scale এ উন্নীত হওয়ার সুযোগ দিতে বিভাগীয় পরীক্ষার ব্যবস্থা করতে হবে৷

৪) স্বচ্ছতার সাথে প্রতিবছর স্কুল সার্ভিস পরীক্ষার মাধ্যমে সর্বস্তরে শূন্যপদে শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মী নিয়োগ করতে হবে৷

৫) পাঠ্য বইয়ের পরিমার্জন করে যুগোপযোগী করতে হবে এবং বিদ্যালয়ের পরিকাঠামোগত উন্নয়ন করতে হবে৷

৬) সমস্ত কর্মরত শিক্ষক শিক্ষিকাদের শিক্ষা প্রযুক্তি বিদ্যার (Educational Technology) প্রশিক্ষণ দিতে হবে।