মঙ্গল-বুধে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন, থাকবেন অম্বানী-হীরানন্দানিরা

মঙ্গল-বুধে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন, থাকবেন অম্বানী-হীরানন্দানিরা

World Bengal Trade Summit

কলকাতা:  আগামী মঙ্গলবার, অর্থাৎ ২১ নভেম্বর শুরু হচ্ছে সপ্তম বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন (বিজিবিএস)। দু’দিন ব্যাপী এই সম্মেলন চলবে বুধবার পর্যন্ত। রাজ্যের শিল্প ও বাণিজ্য দফতর সূত্রে খবর, বিজিবিএস-এ উপস্থিত থাকবেন রিলায়্যান্স গ্রুপের চেয়ারম্যান মুকেশ অম্বানী৷ রাজ্যের শিল্প সম্মেলনে যোগ দেবেন হীরানন্দানি গ্রুপের বর্ষীয়ান কর্ণধার নিরঞ্জন হীরানন্দানি। এছাড়াও উপস্থিত থাকবেন আইটিসি গ্রুপের সঞ্জীব পুরী, আরপি সঞ্জীব গোয়েঙ্কা গ্রুপের চেয়ারম্যান সঞ্জীব গোয়েঙ্কা, চ্যাটার্জি গ্রুপের চেয়ারম্যান পূর্ণেন্দু চট্টোপাধ্যায়, অম্বুজা নেওটিয়া গ্রুপের চেয়ারম্যান হর্ষবর্ধন নেওটিয়া, জেএসডব্লিউ গ্রুপের সজ্জন জিন্দল-সহ দেশের প্রথম সারির একঝাঁক শিল্পপতি৷ 

প্রসঙ্গত, বিশ্ব বাণিজ্য সম্মেলনে যাঁরা যোগ দেবেন, তাঁদের অনেকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্পেন এবং দুবাই সফরের সঙ্গী ছিলেন৷ জানা গিয়েছে, সপ্তম বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের সমাপ্তি অনুষ্ঠান হবে আলিপুরের ধন ধান্য প্রেক্ষাগৃহে। সম্মেলনে আগত অতিথিদের জন্য থাকবে গঙ্গাবিহার, আলিপুর জেল মিউজিয়াম ঘুরিয়ে দেখানোর বিশেষ বন্দোবস্ত৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

14 + 14 =