গণেশ পুজোর আগে পরপর ২ দিন লকডাউন, পুজোর আয়োজন নিয়ে চিন্তিত বাংলা

আগের মতো কিছু নেই। পরিস্থিতি এখন সমস্ত কিছু ভাবনা চিন্তার বাইরে চলে গিয়েছে। করোনার জেরে মানুষের জীবনযাত্রার আমুল পরিবর্তন হয়েছে। আগের মতো কিছু নেই। টান পড়েছে পুজোতে। ফিকে হচ্ছে সমস্ত পুজো ও উৎসব। বাদ গেল না গনেশ পুজো। অনেকেই ঠিক করেছিলেন, ঘরেই আরাধোনা করবেন বলে অনেকে ঠিক করেছিলেন। সেখানেও বাধ সেধেছে লকডাউন। পর পর দুই দিন রাজ্যে লকডাউন। এরমধ্যে গণেশ পুজোর সব কিছু জোগাড় করবেন কি করে, এই নিয়ে অনেকের মনেই দুশ্চিন্তা দেখা দিয়েছে। 

 

কলকাতা:   আগের মতো কিছু নেই। পরিস্থিতি এখন, সমস্ত কিছু ভাবনা চিন্তার বাইরে চলে গিয়েছে। করোনার জেরে মানুষের জীবনযাত্রার আমূল পরিবর্তন হয়েছে। আগের মতো কিছু নেই। টান পড়েছে পুজোতে। ফিকে হচ্ছে সমস্ত পুজো ও উৎসব। বাদ গেল না গণেশ পুজো। অনেকেই ঠিক করেছিলেন, ঘরেই আরাধোনা করবেন৷ সেখানেও বাধ সেধেছে লকডাউন। পর পর দুই দিন রাজ্যে লকডাউন। এরমধ্যে গণেশ পুজোর সব কিছু জোগাড় করবেন কীভাবে? এই নিয়ে অনেকের মনেই দুশ্চিন্তা দেখা দিয়েছে। 

আরও পড়ুন- ‘বিশ্বকবির অশ্রম রাজনীতির আখড়া’! বিশ্বভারতী তাণ্ডবে খোলা চিঠি শঙ্খ-মনোজ-রুদ্রদের

রাজ্যের করোনা সংক্রণ রোধ করতে সরকার প্রতি সপ্তাহে দুই দিন করে সম্পূর্ণ লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে৷ চলতি সপ্তাহে তা পড়েছে বৃহস্পতিবার ও শুক্রবার। এই দুই দিন জরুরি পরিষেবা ছাড়া সমস্ত বন্ধ। আর লকডাউনের পরের দিন অর্থাৎ শনিবার গণেশ পুজো। তাই গণেশ পুজোর জোগাড় কী করে করবেন, সেই নিয়ে চিন্তায় বাঙালিরা। 

আরও পড়ুন- লকডাউনের ভয়াবহ বিল নিচ্ছে না সিইএসসি, কৃতিত্ব দাবি বিজেপির

চিন্তায় পটুয়ারা। বাঙালির ঘরে গণেশ নিজের মতো আসন করে নিয়েছে। এই বছর কম মূর্তি পুজো, বিক্রি হচ্ছে না। অনেক আগে থেকে এই মূর্তির কাজ শুরু হয়ে যায়। কিন্তু এবছর নিম্নচাপের বৃষ্টি আর করোনা জোরা ভ্রুকুটিতে চিন্তায় পটুয়ারা। তাঁদের তৈরি গণেশের মূর্তি কতগুলি বিক্রি হবে, সেই নিয়ে বেশ আতঙ্কে রয়েছেন তাঁরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × three =