কলকাতা: আসন্ন বিধানসভা নির্বাচন নিয়ে গুরুত্বপূর্ণ ইঙ্গিত দিলেন রাজ্যের মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়। জানালেন ১০ দিনের মধ্যে বিধানসভা নির্বাচনের দিন ঘোষণা হতে পারে। নেতা মন্ত্রীদের দলবদল নিয়ে তিনি জানালেন, ‘কয়েকজন বেরিয়ে গেলে তৃণমূল কংগ্রেসের কোনো ক্ষতি হবে না।’
শনিবার নবান্নে সাংবাদিক বৈঠক করলেন রাজ্যের মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়। সেখানেই আসন্ন বিধানসভা নিয়ে গুরুত্বপূর্ণ ইঙ্গিত দিলেন তৃণমূল নেতা। বললেন, “আগামী ১০ দিনের মধ্যে বিধানসভা নির্বাচনের দিন ঘোষণার সম্ভাবনা রয়েছে। পুরসভার নির্বাচন করাতেও প্রস্তুত রাজ্য সরকার। আদালত যেভাবে বলবে সেভাবেই হবে নির্বাচন। কিন্তু আগামী ১০ দিনের মধ্যে পুরসভা নির্বাচন করা সম্ভব নয়। তার কারণ এই দশ দিনের মধ্যেই বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হতে পারে।”
দলবদলু নেতা-মন্ত্রীদের নিয়েও এদিন মুখ খুললেন রাজ্যের মন্ত্রী। তিনি বললেন, “সিপিআইএম ও কংগ্রেস থেকেও অনেক নেতা বেরিয়ে গিয়েছে। তাতে কি দলগুলো উঠে গিয়েছে? মানুষের প্রতি অন্যায় করেছেন বলেই তারা হেরে যাচ্ছেন। কিন্তু এক্ষেত্রে দল উঠে যায় না। কয়েকজন বেরিয়ে গেল মানেই তৃণমূল কংগ্রেসের কোনোরকম ক্ষতি হল এমনটা নয়। দুয়ারে সরকার প্রকল্প মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি মানুষের আস্থা আরো একবার ফিরিয়ে এনেছে।”
এদিনের সাংবাদিক বৈঠকে সুব্রত মুখোপাধ্যায় দিল্লিতে চলা কৃষক আন্দোলন নিয়েও কথা বলেন। আন্দোলন নিয়ে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের বক্তব্যকে কেন্দ্র করে তিনি জানান, “কোনও অবস্থাতেই কৃষক আন্দোলনকে ছোট করা উচিত নয়। এতদিনের এত আন্দোলনে তো কোনোরকম গন্ডগোল হয়নি। তাহলে এখন এত গন্ডগোল কিসের?”