কলকাতা: চর্মরোগ সহ ত্বকের ক্যান্সার নির্ণয়ের জন্য অভিনব যন্ত্র আবিষ্কার করেছেন বাঙালি বিজ্ঞানী৷ বিশেষ এই যন্ত্রের নাম দেওয়া হয়েছে, ‘পোর্টেবল মালটিপারপাস ওপেক অ্যানালাইজার’৷ টর্চের মতো দেখতে আট ইঞ্চির যন্ত্রের সাহায্যে রোগীর ত্বকের উপর বাসা বাঁধা রোগের সন্ধান করছেন শিবপুরের বাসিন্দা বিজ্ঞানী রমেন্দ্রলাল মুখোপাধ্যায়৷
বাঙালি এই বিজ্ঞানীর যন্ত্র, চর্মে রোগের সূক্ষ্ম ছবি নিখুঁতভাবে বড় আকারে তুলে আনছে৷ চামড়ার উপর আবছা দাগ থেকে আঁচিল ও বিভিন্ন ধরনের রোগ চিহ্নিত হচ্ছে ওই যন্ত্রণে৷ সবচেয়ে বড় বিষয়, এই যন্ত্রের মাধ্যমে ত্বকের ক্যান্সারের মতো রোগও ধরা যাচ্ছে৷ নয়া এই যন্ত্র আবিষ্কারের জন্য ইতিমধ্যে কেন্দ্রের তরফে যন্ত্রটির মেধাস্বত্ব সংক্রান্ত অধিকারের শংসাপত্র হাতে পেয়ে গিয়েছেন বাঙালি বিজ্ঞানী রমেন্দ্রলাল মুখোপাধ্যায়৷
নয়া এই যন্ত্রের আবিষ্কারের খবর ছড়িয়ে পড়তেই যন্ত্রের বিষয়ে দেশ-বিদেশের বিভিন্ন চিকিৎসকরা সরকারি ও বেসরকারি হাসপাতাল থেকে নেওয়ার আগ্রহ প্রকাশ করেছে৷ এই যন্ত্রের আবিষ্কার প্রসঙ্গে রমেন্দ্রবাবু সংবাদমাধ্যমে জানিয়েছেন, বিভিন্ন সমীক্ষায় দেখা গিয়েছে, চর্মরোগ এখন দিনে দিনে জটিল হয়ে উঠেছে৷ প্রাথমিকভাবে চিকিৎসকরা অনুমানের উপর ভিত্তি করে ওষুধ দিয়ে থাকেন৷ কিন্তু, তাতে কাজ না হলে পাল্টা ওষুধ দেন৷ ততক্ষণে রোগ অনেকটা বেড়ে যাওয়ার আশঙ্কা থাকে৷ কিন্তু, এই যন্ত্র রোগ নির্ণয়ে সাহায্য করবে৷ তাতে রোগ ধরতে সুবিধা হবে৷ ওষুধের খরচও কমবে৷ দ্রুত রোগের মুক্তি ঘটবে৷