কিরগিজস্তানের উচিটেল শৃঙ্গ জয়ে নজির পাঁচ বাঙালির, তেরঙ্গার সঙ্গে উড়ল ইস্ট-মোহন পতাকাও

কিরগিজস্তানের উচিটেল শৃঙ্গ জয়ে নজির পাঁচ বাঙালির, তেরঙ্গার সঙ্গে উড়ল ইস্ট-মোহন পতাকাও

f1d80499ec2fdb081a9c236e5d1e7ac9

বিসখেক: বিশ্বমঞ্চে দেশের নাম উজ্জ্বল করলেন পাঁচ বাঙালি পর্বতারোহী। ভারতীয় হিসাবে প্রথমবার কিরগিজস্তানের মাউন্ট উচিটেলের পর্বতশৃঙ্গ জয় করলেন এই পাঁচ জন। পামির মালভূমির এই শৃঙ্গ এর আগে কোনও ভারতীয় পর্বতারোহী জয় করতে পারেনি। তবে এই প্রথমবারের জন্য একেবারে পাঁচ জন বাঙালি মিলে এই নজির গড়েছেন। শৃঙ্গ জয়ের ছবি আজই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। তাতে আবার দেশের পতাকার সঙ্গে দেখা যাচ্ছে ইস্টবেঙ্গল এবং মোহনবাগান ক্লাবের পতাকাও। 

যে পাঁচ জন এই ইতিহাস গড়লেন তারা হলেন দেবাশিস বিশ্বাস, কিরণ পাত্র, মলয় মুখোপাধ্যায়, সৌরভ সিঞ্চন মণ্ডল ও অভিজিৎ রায়। কিরগিজস্তানের স্থানীয় সময় বৃহস্পতিবার ভোর পাঁচটা নাগাদ অভিযান শুরু করার পর প্রায় ৬ ঘণ্টার বেশি সময় লেগেছে তাদের এই নজির গড়তে। হাওড়া ও আসানসোলের ট্রেকার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে এই পাঁচ পর্বতারোহী শৃঙ্গ জয়ের উদ্দেশ্যে যেতে পারেন। তাই তাদের কৃতিত্বও এখানে কম নয়। তবে এও জানা গিয়েছে, বাংলাদেশের সঙ্গে যৌথভাবে অভিযানে যাওয়ার কথা ছিল এই পাঁচ জনের। কিন্তু বাংলাদেশের পর্বতারোহীদের ভিসা বাতিল করে দিয়েছিল কিরগিজস্তান সরকার। তাই তারা আর যেতে পারেননি। 

প্রসঙ্গত, পামির মালভূমির এই শৃঙ্গের উচ্চতা ৪ হাজার ৫৪০ মিটার। খুব বেশি উঁচু না হলেও এই শৃঙ্গ জয় করা এত সহজ নয়। বরফে ঢাকা পাথুরে পথে একাধিক বাধার সম্মুখীন হতে হয় পর্বতারোহীদের। এছাড়া এই শৃঙ্গ অভিযান বরফের ঝড়ও খুব মারাত্মক বিপজ্জনক বিষয়। তাই বেশিরভাগ পর্বতারোহী এই শৃঙ্গ এড়িয়েই যান। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *