নয়াদিল্লি: লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ৷ লকডাউন কাটিয়ে আনলক-৪ পর্বেও নিয়ন্ত্রণে আসেনি পরিস্থিতি৷ উল্টে দেশ ও রাজ্যের বাড়ছে করোনা সূচক৷ মহামারী করোনা পরিস্থিতির মধ্যে আদৌও হবে নির্বাচন? জবাবটা দিয়ে রেখেছে নির্বাচন কমিশন৷
নির্বাচন কমিশন সূত্রে খবর, করোনার জন্য কোনও নির্বাচন পিছিয়ে যাবে না৷ আসন্ন বিহার বিধানসভা নির্বাচন৷ সেখানেও ভোট যথাসময়ে হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন৷ একইসঙ্গে হবে মধ্যপ্রদেশের ২৪টি আসনের উপনির্বাচন হওয়ার কথা৷ নির্বাচন কমিশন ইঙ্গিত দিয়ে রেখেছে, আগামী বছর বাংলা সহ যে ৪ রাজ্যে নির্বাচন নির্ধারিত হয়ে আছে, সেখানে নির্দিষ্ট সময়েই নির্বাচন হবে৷
সম্প্রতি, সব দলের কাছে প্রস্তাব, পরামর্শ ও সুপারিশ চেয়ে বৈঠকও করেছে নির্বাচন কমিশন৷ ওই বৈঠকে বিভিন্ন রাজনৈতিক দল যে সুপারিশ ও মতামত দিয়েছে, তা খতিয়ে দেখে নির্বাচন কমিশন প্রস্তুতি শুরু করেছে বলে কমিশন সূত্রে খবর৷
কমিশনের কাছে যে প্রস্তাব এসেছে, তার মধ্যে ব্যালট পেপার ফিরিয়ে আনার দাবিও রয়েছে৷ সেখানে বলা হয়েছে, করোনা আবহে ভোটযন্ত্রের মাধ্যমে ভোট হলে সংক্রমণ বেশি ছড়ানোর আশঙ্কা থেকে যাচ্ছে৷ ফলে, বিকল্প ব্যালট পেপার তুলনামূলকভাবে অনেক কম সংক্রমণ ছড়াতে পারে৷ তবে, রাজনৈতিক দলগুলি এই দাবি করলেও ব্যালট পেপারেও সংক্রমণের শঙ্কা থাকছে৷ কেননা, ব্যালট পেপারে ছাপ দেওয়ার জন্য যে সিল ব্যবহার করা হয়, সেটা থেকেও সংক্রমণের আশঙ্কা একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে৷ তবে, নির্বাচনে ব্যালট পেপার ফেরানোর সুপারিশ আদৌ নির্বাচন কমিশন কার্যকর করবে কি না, তা নিয়ে সংশয় রয়েছে৷
কেন্দ্রীয় স্বাস্থ্য ও স্বরাষ্ট্র মন্ত্রকের সঙ্গে আলোচনার পর সিদ্ধান্ত হয়েছে, যতদিন করোনা পরিস্থিতি চলবে, ততদিন রাজ্যে বাড়বে বুথের সংখ্যা৷ থাকবে পৃথক কোভিড বুথ৷ করোনা পজিটিভ হলে তাঁকে ওই কোভিড-বুথে ভোটের ব্যবস্থা করে দেওয়া হবে৷ পোস্টাল ব্যালট দিয়ে তাঁর ভোট দেওয়ার ব্যবস্থা হতে পারে বলেও চলছে ভাবনা-চিন্তা৷ কিন্তু এই ব্যবস্থা যথেষ্ট জটিল৷ ফলে, ভাবনাচিন্তা করা হচ্ছে, আলাদা কোভিড বুথ কীভাবে কার্যকর করা যায়৷
ভোটকর্মীদের স্বাস্থ্য সুরক্ষা দিয়েও ভাবনা চিন্তা শুরু হয়েছে৷ প্রয়োজনে তাঁদের পিপিই কিট দেওয়া যায় কি না, তা নিয়েও আলোচনা চলছে৷ অতিরিক্ত পরিকাঠামো নির্মাণের টাকা রাজ্যগুলিকে কেন্দ্রীয়ভাবে দেওয়া হবে আপাতত স্থির হয়েছে৷ সম্ভবত চলতি মাসের তৃতীয় সপ্তাহে ঘোষণা করা হতে পারে বিহার ও বিভিন্ন রাজ্যের নির্বাচনের নির্ঘণ্ট৷ আধা সামরিক বাহিনী কতটা পাওয়া যাবে সেই তথ্যও স্বারাষ্ট্র মন্ত্রকের কাছে জানতে চেয়েছে নির্বাচন কমিশন৷